জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের গাবুরা ইউনিয়নে টিউবওয়েলের পানিতে উঠছে গ্যাস। দেশলাই দিয়ে আগুন দিলেই জ্বলছে পানি। অদ্ভুত ঘটনাটি দেখতে ভিড় করেছে উৎসুক মানুষ।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, গাবুরায় খাবার পানির খুব সংকট। টিউবয়েলের পানি লবণাক্ত। মুসল্লিদের ওজু করাসহ প্রয়োজন মেটাতে পার্শ্বেমারী বাজার মসজিদ প্রাঙ্গণে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) থেকে নলকূপটি স্থাপনের কাজ চলছিল। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কাজ শেষ হয়।
তিনি বলেন, নলকূপ স্থাপনের কাজ শেষ হওয়ার পর লবণাক্ত পানি উঠছে। পানির সঙ্গে গ্যাসের গন্ধ রয়েছে। এরপর কৌতূহলী লোকজন পানিতে আগুন দিলে জ্বলে ওঠে। ঘটনাটি কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়েছে।
জিএম মাসুদুল আলম বলেন, গাবুরা ইউনিয়নে পানির সমস্যা দীর্ঘদিনের। ২০০৯ সালের আইলার পর থেকেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। এখন কোনো নলকূপ বসালে সেটি দিয়ে খাবার উপযোগী পানি ওঠে না।
এ অঞ্চলের মানুষের পানির সমস্যা দূর করতে গভীর নলকূপটি স্থাপনে আর্থিক সহায়তা করেছিলেন আমেরিকা প্রবাসী রবিউল ইসলাম রবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।