
জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) দীপক কুমার দাসের নির্দেশে থানায় না আসায় এই উপজেলার বেতবাড়ী গ্রামের মানুষদের পুলিশি হয়রানির শিকার হতে হয়েছে। সাত মাস ধরে প্রায় প্রতি রাতেই পুলিশি ধরপাকড়ের ভয়ে গ্রামটি অনেকটা পুরুষশুন্য হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
বেতবাড়ী গ্রামের মানুষ এই পুলিশি হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে ওসি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন।
পঞ্চক্রাশী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বেতবাড়ী গ্রামের হবিবর রহমান হবি অভিযোগ করে জানান, ৮ মাস পূর্বে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি হয়। ওই রাতেই ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হবিবর রহমানকে ওসি এবং এসআই দুপক্ষের লোকজনকে নিয়ে থানায় হাজির হতে নির্দেশ দেয়। একে তো বর্ষা আর রাত গভীর হওয়ায় সে রাতে কাজটি করতে অপারগতা প্রকাশ করে হবিবর। আর এতেই ক্ষুব্ধ হন ওসি।
এরপর থেকেই ওসি দীপক কুমার দাস প্রতি রাতে পুলিশি অভিযানের নামে পুরো গ্রামটিতে অভিযান চালান। নিরীহ লোকজনকে ধরে থানায় নিয়ে যান। আবার টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়। অথচ গ্রামের কারো নামেই থানায় কোনো মামলা নেই। রাত হলেই পুলিশি অভিযানের নামে হানা দিয়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর আর নগদ অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। যার কারণে রাত হলেই পুলিশি আতংকে এখন গ্রামটি প্রায় পুরুষশুন্য হয়ে পড়েছে। তিনি এর প্রতিকার দাবি করেন।