নিজস্ব প্রতিবেদক: আবারও ঊর্ধ্বমুখী সবজির বাজার। বেড়েছে সব ধরনের শাকের দাম। কেজিতে প্রতিটি সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। এদিকে আগের চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস, চাল, ডাল ও তেল।
আজ শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর রামপুরা, মালিবাগ, রেলগেট, খিলগাঁও, মতিঝিল টিঅ্যান্ডটি বাজার এবং ফকিরাপুল কাঁচা বাজার ঘুরে দেখা যায়, কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা বেড়ে বরবটি ১২০ টাকা, চিচিঙ্গা ১০০ টাকা, সিম ৫০-৬০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, করলা ৮০-১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়াও উস্তি ১২০ টাকা, বেগুন ৬০-১০০ টাকা, গাজর বিক্রি ৪০-৫০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, কচুর লতি ৬০-৮০ টাকা, বড় কচু ৫০ টাকা, বিট ৩০-৪০ টাকা, শসা ৪০ টাকা, গাজর ৩০-৪০ টাকা, সিমের বিচি ১০০-১২০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। বেড়েছে সব ধরনের শাকের দামও। বাজারে প্রতি আটি কচু শাক ১০ টাকা, লাল শাক ১০-১৫ টাকা, মূলা ১৫ টাকা, পালং শাক ১৫ টাকা, লাউ ও কুমড়া শাক ৩০-৪০ টাকায় বিক্রি করা হচ্ছে।
এদিকে আগের চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ ও মাংস। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৮০ টাকায়, মহিশের মাংস ৬০০ টাকা, খাসির মাংস ৮০০ টাকা, বকরি ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
রামপুরা বাজারের ক্রেতা আনিস আহমেদ বলেন, রমজানকে সামনে রেখে বিক্রেতারা এখন সব কিছুর দাম বাড়তি নিচ্ছেন। গত সপ্তাহে মাংসের দাম বাড়লো সেসব দামেই বিক্রি হচ্ছে মাংস। এখন বাজারে সবজির দামও বাড়তি। বাজার মনিটরিং করা না হলে এমনটা থাকা স্বাভাবিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।