নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় আকলিমা খাতুন (৩২) নামে বেসরকারি সংস্থার (এনজিও) কর্মী নিহত হয়েছে। বুধবার (১ জুন) সকালে সাড়ে দশটার দিকে ঢাকা-সিলেট-চট্টগ্রামে রেলওয়ে সড়কের কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে নরসিংদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) এমাইদুল জিহাদী।
নিহত আকলিমা সিরাজগঞ্জ জেলার শাহাদাতপুর থানার ভায়া গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। তিনি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় সেবা নামের একটি সরকারি সংস্থায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
এনজিও সেবার ব্রাঞ্চ ম্যানেজার মাসুদুল হক বলেন, নিহত আকলিমা গ্রাহকদের কাছ থেকে ঋণের টাকা তুলতে ঘোড়াশাল থেকে রেল লাইন হয়ে পায়ে হেটে কালীগঞ্জের মূলগাঁও এলাকায় যায়। সেখান থেকে গ্রাহকদের কাছ থেকে ঋণের টাকা তুলে অফিসে ফেরার পথে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে পড়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক লুবনা খানম বলেন, নিহত আকলিমার মাথায় ও পায়ে আঘাতের চিহৃ রয়েছে। নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।