জুমবাংলা ডেস্ক : রাজধানীর উত্তরায় দুঃসাহসিক চুরির মামলায় এ দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উত্তরা ও তুরাগ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরির মালামাল ও নগদ টাকা জব্দ করা করা হয়।
তারা হলেন, জসিম উদ্দিন ও খুশি আক্তার। গ্রেপ্তারের তারা জানিয়েছেন, ঋণের টাকা শোধ করতেই স্বামী-স্ত্রী মিলে চুরির পথ বেছে নিয়েছেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, উত্তরা-১২নং সেক্টরের ৬নং সড়কে মেসার্স বিসমিল্লাহ স্টোরের একটি গুদাম আছে। ঈদের দিন রাতে গুদামের তালা কেটে বিভিন্ন ব্র্যান্ডের নয় কার্টন সিগারেট চুরি হয়। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জসিম, তার স্ত্রী ও অন্যান্য আসামিদের শনাক্ত করে পুলিশ।
প্রথমে জসিমকে গ্রেপ্তার করা হয়। এরপর তার তথ্যমতে, খুশিকে তুরাগের পাকুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চুরি করা বিভিন্ন ব্র্যান্ডের তিন কার্টন সিগারেট (আনুমানিক মূল্য তিন লাখ টাকা) এবং সিগারেট বিক্রির চার লাখ ৯৫ হাজার টাকা জব্দ করা হয়। তাদের কাছ থেকে চুরিতে ব্যবহৃত একটি হেস্কো ব্লেড, একটি প্লায়ার্সও জব্দ করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জসিম নিজেও ব্যবসায়ী। মোবাইল ফোনে টাকা রিচার্জের দোকান আছে তার। বিভিন্ন জনের কাছে তার ৮০ হাজার টাকা ঋণ ছিল। এই ঋণ শোধ করতেই তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে দুই মাস ধরে এই চুরির পরিকল্পনা করেন।
ঈদের দিন লোকজন কম থাকে তাই এই দিনকেই বেছে নেন তারা। পরিকল্পনা অনুযায়ী, জসিম ভ্যান নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকেন। আর তিনজন গুদাম থেকে কার্টন নিয়ে আসেন। খুশি বাইরে পাহারা দিয়ে সব ফোনে জানান। এর সবই সিসি ক্যামেরায় ধরা পড়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।