বর্তমানে প্রযুক্তি দুনিয়ার আলোচনার কেন্দ্রে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। তাই কয়েক বছর ধরে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নানা প্রযুক্তিসুবিধার চমক বিশ্বের সামনে হাজির করছে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান। মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে আগামী দিনে তীব্র প্রতিযোগিতামূলক কিন্তু বৈচিত্র্যময় এক বাজার তৈরি হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন।
চ্যাটজিপিটি চ্যাটবটের নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সঙ্গে মাইক্রোসফটের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও ভবিষ্যতে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে দারুণ এক প্রতিযোগিতা শুরুর আশা করছেন। সম্প্রতি ‘বিজি২ উইথ বিল গার্লে অ্যান্ড ব্র্যাড গার্স্টনার’ নামের এক পডকাস্টে অংশ নিয়ে এসব কথা বলেন সত্য নাদেলা।
পডকাস্টে সত্য নাদেলা জানান, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একটি প্রতিযোগিতামূলক ভবিষ্যৎ কল্পনা করেন। ভবিষ্যতে এই কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার খুব প্রতিযোগিতামূলক হতে চলেছে। এখানে কেউ সব জিতবে না বা কেউ সব নিতে পারবে না। ওপেনএআইকে কৃত্রিম বুদ্ধিমত্তা বাজারের অন্যতম প্রতিযোগী হিসেবেও স্বীকার করেন তিনি।
ওপেনএআইয়ের বাণিজ্যিক অংশীদার ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান হচ্ছে মাইক্রোসফট। আর তাই সত্য নাদেলা অ্যাপলের সঙ্গে ওপেনএআইয়ের সাম্প্রতিক চুক্তি নিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করেন। মাইক্রোসফট সক্রিয়ভাবে এজ ব্রাউজার ও কো-পাইলট এআই সহকারীর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বাজারে নিজের অবস্থান পুনরুদ্ধার করতে কাজ করছে বলেও জানান সত্য নাদেলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।