অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য কল স্ক্রিনিংয়ের সুবিধায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির স্মার্ট রিপ্লাইয়ের সুবিধা যোগ করার জন্য কাজ করছে গুগল। নতুন এই সুবিধা চালু হলে কল আসার সময় ব্যবহারকারীর হয়ে আরও দ্রুত ও প্রাসঙ্গিক উত্তর দেবে এআই। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ গুগলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ফোন অ্যাপের একটি কোড বিশ্লেষণ করে নতুন এই এআই স্মার্ট রিপ্লাইয়ের সুবিধা যুক্ত করার ইঙ্গিত পাওয়া গেছে।
এখন গুগলের কল স্ক্রিনিংয়ের সুবিধায় ব্যবহারকারীদের কল ধরার আগে কলারের পরিচয় ও কারণ জানতে এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহৃত হয়। গুগল অ্যাসিস্ট্যান্ট কলারের উত্তর অনুযায়ী ব্যবহারকারীর জন্য ‘কনফার্ম’ বা ‘ক্যানসেল অ্যাপয়েন্টমেন্ট’–এর মতো সুনির্দিষ্ট উত্তর সুপারিশ করে।
তবে নতুন এই সুবিধা চালু হলে এআই রিপ্লাইয়ের মাধ্যমে পরিস্থিতি বুঝে প্রাসঙ্গিক উত্তর দেওয়া যাবে। ফলে রিপ্লাইটি কলের সঙ্গে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ হবে। কলার যদি অ্যাপয়েন্টমেন্ট বা জরুরি কোনো বিষয়ে কথা বলেন, তাহলে ব্যবহারকারীকে আর সরাসরি উত্তর দিতে হবে না। এআই স্বয়ংক্রিয়ভাবে প্রাসঙ্গিক উত্তর দেবে।
গুগলের এই সুবিধা জেমিনি ন্যানো নামের উন্নত এআই মডেলের সাহায্যে পরিচালিত হবে বলে জানা গেছে। গুগল জানিয়েছে, এই এআই সিস্টেম ফোন লক থাকলেও কল ও বার্তার উত্তর দিতে পারবে। এমনকি কলার যদি কথা না বলেন বা সাড়া না দেন, তবুও এই এআই সিস্টেম নির্দিষ্ট প্রশ্ন করে কথা চালিয়ে যেতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।