২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ।
গত বছরের তুলনায় এবারের পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ। এ বছর জিপিএ–৫ পেয়েছেন ৩৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ এবং ২০২৩ সালে ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড একযোগে নিজেদের মতো করে ফল প্রকাশ করে। এর মধ্যে রয়েছে—ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
পরীক্ষার্থী ও কেন্দ্রসংখ্যা
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।
এবারও ফলাফল তৈরি করা হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিমালার ভিত্তিতে। এবং এসএসসি পরীক্ষার মতো এবারও ফল প্রকাশের জন্য কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান আয়োজন করা হয়নি।
যেভাবে ফল জানা যাবে
সাধারণ শিক্ষা বোর্ডের ফল
শিক্ষার্থীরা [www.educationboardresults.gov.bd](http://www.educationboardresults.gov.bd) ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন।
এ ছাড়া মোবাইলে ফল জানতে চাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে—
HSC [বোর্ডের প্রথম তিন অক্ষর] [রোল নম্বর] 2025
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: `HSC DHA 123456 2025`
মাদ্রাসা বোর্ডের (আলিম) ফল
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষার ফল পাওয়া যাবে—
অনলাইনে: [www.bmeb.gov.bd](http://www.bmeb.gov.bd) ওয়েবসাইটের ‘অনলাইন সেবা-১’ অংশে গিয়ে জেলা ও কেন্দ্রভিত্তিক ফলাফল দেখা যাবে।
ব্যক্তিগত ফল: [www.educationboardresults.gov.bd](http://www.educationboardresults.gov.bd) থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে।
SMS: টাইপ করুন `ALIM MAD রোল নম্বর 2025` এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
উদাহরণ: `ALIM MAD 123456 2025`
প্রি-রেজিস্ট্রেশন করা থাকলে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ফলাফল মোবাইলে পৌঁছে যাবে।
প্রতিষ্ঠানভিত্তিক ফল
প্রতিষ্ঠানভিত্তিক ফল দেখতে হলে যেতে হবে—
[https://eboardresults.com/v2/home](https://eboardresults.com/v2/home)
সেখানে ‘Institution Result’ নির্বাচন করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফল ডাউনলোড করা যাবে।
কারিগরি শিক্ষা বোর্ডের ফল
কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে তিনভাবে:
১. [www.bteb.gov.bd](http://www.bteb.gov.bd) → Result Corner → প্রতিষ্ঠানের কোড দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড।
২. ব্যক্তিগত ফল: [bteb.gov.bd](http://bteb.gov.bd) বা [educationboardresults.gov.bd](http://educationboardresults.gov.bd) → রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল ও গ্রেডভিত্তিক ট্রান্সক্রিপ্ট ডাউনলোড।
৩. SMS: টাইপ করুন `HSC TEC <রোল নম্বর> 2025` এবং পাঠান ১৬২২২ নম্বরে।
উদাহরণ: `HSC TEC 123456 2025`
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।