২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। কারণও রয়েছে যথেষ্ট- এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার মাত্র ৫৮.৮৩ শতাংশ। এ ছাড়া সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে দেশের ২০২টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারে নি।
গত বছর যেখানে শূন্য পাসের কলেজ ছিল ৬৫টি, সেখানে এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০২টি। অর্থাৎ ১৩৭টি কলেজ নতুন করে যুক্ত হয়েছে এই তালিকায়।
এই পরিসংখ্যান দেখে অনেকেই হতবাক। সাধারণ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদদের পাশাপাশি প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলও।
ফল প্রকাশের কিছুক্ষণ পরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কেয়া পায়েল লেখেন, এইবারের এইচএসসির রেজাল্ট দেখে আমি শিহরিত।
উল্লেখ্য, বর্তমান সময়ে টেলিভিশন নাটকের যে ক’জন দর্শকপ্রিয় অভিনেত্রী রয়েছেন, তাদের মধ্যে অন্যতম একজন কেয়া পায়েল। বর্তমানে কাজ নিয়েই ব্যস্ততা তার। শুরুতে প্রচুর কাজ করলেও এখন বাছাই করে কাজ করছেন।
এদিকে নির্মাতা মোস্তফা কামাল রাজ নির্মাণ করছেন ‘আমাদের গল্প’ ধারাবাহিক। এতে থাকছেন কেয়া পায়েল। সম্প্রতি ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। আর এখন এ নিয়েই ব্যস্ততা অভিনেত্রীর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।