
আন্তর্জাতিক ডেস্ক : নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) শত-শত মানুষের মৃত্যু হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আছেন সেই আগের মতোই। নিজের দেশে মৃতের সংখ্যা ৯৭ হাজার ছাড়িয়ে গেলেও তিনি শনিবার চলে গেলেন ‘প্রিয়’ গলফ খেলতে।
নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ট্রাম্প অনেক দিন পর উত্তর ভার্জিনিয়ায় নিজের নামে করা গলফ ক্লাবে পা রাখেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার গলফ খেলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে ১৮টি কোর্সের সবগুলো ঘুরতে দেখা গেছে। কিন্তু অবাক করার বিষয় হল তার সঙ্গে থাকা তিন ব্যক্তির মুখে মাস্ক ছিল না। ছিল না ট্রাম্পের মুখেও।
সামনের নির্বাচনের আগে করোনা নিয়ে ট্রাম্প বেশ চাপে আছেন। তিনি চেষ্টা করছেন নিজ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লকডাউন উঠিয়ে অর্থনীতি সচল করতে। কিন্তু দেশটিতে এখন পর্যন্ত ৯৭ হাজার ৪৮ জন মারা যাওয়ায় সেটি শতভাগ সম্ভব হচ্ছে না
এমন পরিস্থিতিতে ট্রাম্প গত ৭৬ দিন গলফ খেলতে পারেননি। খেলার জন্য তিনি কতটা মুখিয়ে ছিলেন সেটি বোঝা যায় তার ১৭ মার্চের বক্তব্য থেকে।
গলফ নিয়ে সেদিন সাংবাদিকদের বলেন, ‘আমি এটি খুব মিস করি। সমস্যা শুরু হওয়ার পর সত্যি আমি খেলিনি।’
WATCH: President Trump waves to reporters as he golfed at his Virginia golf course earlier today. pic.twitter.com/puUIkhtuBD
— The Hill (@thehill) May 24, 2020
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।