রুপালি জগতের প্রতি ভক্তকুলের কৌতূহল একটু বেশিই থাকে। যে কারণে এই জগতের মানুষদের নিয়ে, বিশেষ করে নায়ক-নায়িকাদের নিয়ে বিভিন্ন সময় মুখরোচক সংবাদ শোনা যায়। এর মধ্যে নায়িকাদের প্রেম, বিয়ের গল্প পায় বাড়তি মনোযোগ। শাবানা থেকে শবনম বুবলী- দুই প্রজন্মের কোনো নায়িকাই এই মনোযোগের বাইরে ছিলেন না।
এ সময়ে সবচেয়ে বেশি গুঞ্জন শোনা যাচ্ছে শবনম বুবলীকে নিয়ে। যদিও এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে মুখ খোলেননি এই নায়িকা। বুদ্ধিমত্তার সঙ্গে এ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গেছেন। বলা চলে এভাবে বুবলী নিজেই রহস্যের জাল বুনেছেন।
শাকিব খানের বিপরীতে ৯টি সিনেমায় অভিনয় করেছেন বুবলী। দুজনকে নিয়ে গুঞ্জন ওঠে চলচ্চিত্র পাড়ায়। সেগুলোর কতটা সত্য, কতটা গুঞ্জন- সময় বলে দেবে। এর আগে বুবলী বিএফডিসিতে শুটিং করেছেন কড়া নিরাপত্তায়। সেসময়ও প্রশ্ন উঠেছিল- হঠাৎ করে কেন এই নিরাপত্তা? কেন বুবলী নিজেকে আড়ালে রাখতে চাইছেন?
চলচ্চিত্রসংশ্লিষ্ট প্রায় সবাই জানেন, বুবলী দীর্ঘ বিরতী নিয়ে বিদেশ চলে যান। তখন তার সঙ্গে যোগাযোগ করার কোনো উপায় ছিল না। সেসময় অনেকেই কৌতূহলী হয়ে জানতে চেয়েছেন- হঠাৎ কেন নিজেকে আড়াল করলেন বুবলী? তখন গুঞ্জন শোনা যায়- বিয়ে করেছেন বুবলী। মাতৃত্বকালীন ছুটিতে গিয়েছেন তিনি। তবে এসব খবরের সত্যতা পাওয়া যায়নি।