বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা অপু বিশ্বাস এখন রয়েছেন মানিকগঞ্জ। সেখানে তিনি নিজের প্রযোজিত চলচ্চিত্র লাল শাড়ি সিনেমার শুটিং করছেন। সরকারি অনুদানের এই সিনেমা পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।
সেখানেই সোমবার দুপুরে তিনি কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে।
সিনেমার নাম লাল শাড়ি কেন জানতে চাইলে অপু বলেন, “প্রথমে সিনেমার নাম ছিল শুধু ‘শাড়ি’। আমাদের এ গল্পটা তাঁতশিল্পকে কেন্দ্র করে। এর সঙ্গে যারা যুক্ত, তাদের উত্থান-পতন, সাফল্য-ব্যর্থতা নিয়ে সিনেমার কাহিনি। যখন আমি বুঝতে পারলাম যে আমি অনুদান পাব, তখন আমি শাড়ির সঙ্গে লাল শব্দটা যুক্ত করি। কারণ লাল হলো ভালোবাসার প্রতীক। আমি সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।’
শুটিং দেখতে সেখানে প্রতিদিনই আসছে অনেক অনেক মানুষ। অপু বিশ্বাস এমন পরিস্থিতি দেখে অভ্যস্ত। তবে এবার নারী ভক্তদের উপস্থিতি দেখে তার ভালো লাগছে বলে জানান।
এছাড়া প্রত্যেক দিন শুটিং সেটে অনেক নারী ভক্ত খাবার নিয়ে বসে থাকছেন বলে জানান অপু। বলেন, ‘আমি জানি না, মোটা হয়েছি না শুকিয়েছি। তাদের সামনে আমার খাবার থেকে হচ্ছে। পিঠা, এখানকার ট্র্যাডিশনাল খাবার, এক স্পুন হলেও আমার খেতে হচ্ছে।’
অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়। তাকে ছাড়া ১২ দিন কাজ করতে হয়েছে অভিনেত্রীকে। অপুর ভাষ্যে, ‘আব্রামের জন্ম হবার পর এই প্রথম ওকে ছাড়া টানা ১২ দিন থাকলাম। রোববার আব্রাম আমার সেটে এসেছে, খুবই ভালো লাগছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।