স্পোর্টস ডেস্ক: টানা ১ হাজার ২০ দিন পর সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এশিয়া কাপের ১১তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন কোহলি।
ফর্মে ফেরাসহ কোহলির শতরানে উচ্ছ্বাসের বাধ ভাঙে তার ভারতীয় ভক্তদের। তবে সবচেয়ে বেশি খুশি হয়েছেন কোহলির এক পাকিস্তানি ভক্ত। যিনি ম্যাচের পর কোহলির সইযুক্ত একটি ব্যাট উপহার পেয়েছেন।
প্রিয় তারকার সই পেয়ে উচ্ছ্বসিত সেই পাকিস্তানি জানালেন, কোটি টাকা দিলেও কোহলির সই করা ব্যাট বিক্রি করবেন না তিনি। আজীবন নিজের কাছেই রেখে দেবেন ব্যাটটি।
কোহলির ব্যাট নিয়ে কী করবেন?—এক সাংবাদিকের প্রশ্নে বৃহস্পতিবার এমনই জবাব দেন পাকিস্তানের ওই কোহলিভক্ত
তিনি বলেন, ‘আমার হাতের এই ব্যাটটায় কোহলি ভাই সই করে দিয়েছেন। বলতে পারেন উনি আমাকে এটা উপহার দিয়েছেন। এত দিন পর শতরান করলেন। তার পর আমাকে ব্যাটে সই করে দিলেন। তাই নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হচ্ছে। আমি বিরাট কোহলি ভাইকে শুধু একটা অনুরোধ করেছিলাম। হাসি মুখে আমার অনুরোধ রেখেছেন তিনি।’
এরপর তিনি বলেন, ‘কোহলি ভাই সই করে দেওয়ার পরেই ব্যাটটা কেনার জন্য আমার কাছে প্রস্তাব আসে। পাশে দাঁড়ানো ওই লোকটিও কিনতে চান। আমি তাকে চিনি না। তিনি ৫ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা) পর্যন্ত দিতে রাজি ছিলেন তিনি। কিন্তু এই ব্যাটটা আমি বিক্রি করব না নিশ্চিত। ৫ হাজার কেন কেউ যদি পাঁচ লাখ দিরহামও (১ কোটি টাকা) দেয়, তা হলেও আমি এই ব্যাট বিক্রি করব না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।