বিনোদন ডেস্ক: বলিউডের খ্যাতিমান তারকাদের একজন অমিতাভ বচ্চন। আগামী ১১ অক্টোবর যিনি পা দেবেন আশিতে। ঠিক তার তিন দিন আগেই, তাঁকে সম্মান জানিয়ে মুক্তি পাবে নতুন চলচ্চিত্র ‘গুডবাই’।
বিকাশ বেহেলের ছবিটির ট্রেলার মুক্তি পেল সম্প্রতি। এ উপলক্ষে মুম্বাইয়ের জুহুর একটি সিনেমা হলে সাংবাদিকদের জন্য বিশেষ প্রদর্শনী ও মতবিনিময়ের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বড় পর্দায় দেখানো হয় ট্রেলারটি। জাঁকজমকপূর্ণ এ আয়োজনে ট্রেলারটি দেখে কারও বুঝতে বাকি রইল না—অমিতাভের নেতৃত্বে ছবিটিতে মূলত জেনারেশন গ্যাপের গল্পই শুনিয়েছেন পরিচালক। অমিতাভ ছাড়াও ছবিতে আছেন রাশমিকা মান্দানা, নীনা গুপ্তা, পাভেল গুলাটি ও সুনীল গ্রোভার।
অনুষ্ঠানে পরিচালক ও অন্য শিল্পীরা থাকলেও দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ায় থাকতে পারেননি অমিতাভ। তবে পুরো আয়োজনে তিনি যুক্ত ছিলেন ভার্চ্যুয়ালি। উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি।
জুহুর যে সিনেমা হলে ‘গুডবাই’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানটি হয়, সেটি অমিতাভের বাসভবন জলসার কাছাকাছি। বাড়ির কাছে অনুষ্ঠান হলেও উপস্থিত না থাকার কারণে দুঃখ প্রকাশ করেন অমিতাভ।
ট্রেলার দেখে, ছবির গল্প শুনে অনুষ্ঠানে স্থানীয় এক সাংবাদিক প্রশ্ন করেন, ইদানীং আপনার সবগুলো ছবির চরিত্র কাছাকাছি হয়ে যাচ্ছে। এ নিয়ে আপনার মন্তব্য কী? ঘুরিয়ে-পেঁচিয়ে না বলে, অমিতাভ সরাসরি বলে দেন, এই বয়সে টুকটাক কাজ পাচ্ছি এই তো অনেক। এটা তো আমার হাতে না ভাই। পরিচালক আমাকে যে চিত্রনাট্য দেবেন, আমাকে তো সেটাই করতে হবে। তা-ই না?
অমিতাভ বচ্চন ‘গুডবাই’-এর সহ-অভিনেতাদের প্রশংসা করে বলেন, ‘আমরা কখনো কাজ করে পুরোপুরি তৃপ্তি পাই না। নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করছি কি না, সেটাই আসল বিষয়। তবে আমি মনে করি, কখনোই সন্তুষ্ট হওয়া উচিত নয়। এটি আরও শেখার পথ বন্ধ করে দেয়। প্রতিটি দিনই আমাদের শেখার সুযোগ।’
মঞ্চে দাঁড়িয়ে থাকা রাশমিকা, সুনীল গ্রোভারের ইঙ্গিত করে তিনি বলেন, ‘ওরা সবাই প্রতিভাবান শিল্পী। শুটিংয়ের সময় ওদের কাছ থেকে প্রতিদিন কিছু না কিছু শিখেছি। আজকের প্রজন্মের কাজ দেখে বেশ অবাক লাগে। এরা প্রথম ছবিতেই এত ভালো কাজ করে। এটা করতে আমাদের ৫০ বছর লেগেছে, আমরা এখনো শিখছি। তাদের কাছ থেকে আমরা শিখতে পারি, এটা অনেক বড় পাওয়া।’
একে একে সব রেকর্ড ভেঙে দিচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’, ৩ দিনে আয় যত কোটি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।