লাইফস্টাইল ডেস্ক : এক ঢাল কালো-ঘন চুল পাওয়ার আশা প্রত্যেকের মনেই থাকে। এমন চুল পেতে সবাই কম বেশি পরিশ্রমও করেন। কিন্তু সকলের ক্ষেত্রে শেষ রক্ষা হয় না। যখন ২৫ পেরতেই মাথায় পাকা চুল ভরতে শুরু করে, তখন স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়ে!
কেউ কেউ এই পরিবর্তনকে মেনে নেন ঠিকই, কিন্তু অধিকাংশই এই বদলকে সহজে গ্রহণ করতে পারেন না। তাই বারবার রং করে পাকা চুল ঢেকে রাখার চেষ্টা করেন। কিন্তু এসব রাসায়নিক হেয়ার ডাই যথেষ্ট ক্ষতিকারকও! তাহলে উপায়?
এক্ষেত্রে আপনি ভরসা রাখতে পারেন এই ৩ পাতায়। এখন প্রশ্ন হল, কী ভাবে ব্যবহার করবেন এই পাতাগুলি? বিস্তারিত আলোচনা করা হল
চুলে পাক ধরে কেন?
হেয়ার ফলিকলে পিগমেন্ট কোষ থাকে। এতে উপস্থিত মেলানিন চুলের গাঢ় রং ধরে রাখে। কিন্তু এই পিগমেন্ট কোষগুলি যখন নষ্ট হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই চুলে পাক ধরে।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলের এই পরিবর্তন দেখা দেয়। এটি একটি প্রাকৃতিক পদ্ধতি, তাই এই নিয়ে বিশেষ চিন্তা করার কোনও কারণ নেই। তবে আপনার যদি অল্প বয়সেই গ্রে হেয়ারের সমস্যা বাড়ে, তাহলে তো মন খারাপ হবেই। তাছাড়া এই পরিবর্তন স্বাভাবিকও নয়।
ভরসা রাখুন ৩ পাতায়
পাকা চুল কালো করতে আপনাকে সঠিক পরামর্শ দিতে পারেন একজন চিকিৎসক। কোনও ঘরোয়া পদ্ধতিতে স্থায়ী সমাধান হয়তো মিলবে না। তবে এই ৩ পাতার সাহায্যে প্রাকৃতিক পদ্ধতিতে পাকা চুলে কালো রং করতে এবং প্রিম্যাচিওর হেয়ার গ্রেয়িংকে সাময়িকভাবে প্রতিরোধ করতে পারেন আপনি।
প্রথম উপায়
মেহন্দি পাতা আপনার চুলের জন্যে খুবই উপকারী। এটিতে উপস্থিত গুরুত্বপূর্ণ উপাদান চুল নরম রাখতে সাহায্য করে এবং চুলের জেল্লাও বাড়ায়। পাশাপাশি পাকা চুলে কালো রং করতেও সাহায্য করে। হেনায় উপস্থিত প্রাকৃতিক পিগমেন্ট চুলের রং ফিরিয়ে আনে।
একটি পাত্রে পরিমাণ মতো মেহন্দি পাতা এবং টক দই নিন। তারপর দুটি উপাদান ব্লেন্ডারে ব্লেন্ড করে ঘন মিশ্রণ বানান। সেটি আপনার চুলে লাগান। হেয়ার ক্যাপ পরে ১ ঘণ্টা অপেক্ষা করুন। তারপরে শ্যাম্পু করে নিন।
দ্বিতীয় উপায়
চা পাতায় উপস্থিত প্রাকৃতিক পিগমেন্ট যে চুলের কালো রং ফিরিয়ে কার্যকরী, সে কথা নিশ্চয়ই আপনার অজানা নয়! তাই এবার থেকে চা পাতাকে এভাবেও কাজে লাগান।
পাত্রে পরিমাণ মতো জল নিয়ে ফুটিয়ে নিন। তারপরে তাতে যোগ করুন ৩-৪ চামচ চা পাতা। বেশ কিছুক্ষণ ফোটান। তারপরে সেই জল দিয়ে চুল ধুয়ে নিন। তাতেই উপকার মিলবে। তাছাড়া আপনি চা পাতা বেটে হেয়ার প্যাকে মিশিয়েও চুলে লাগাতে পারেন। এই পদ্ধতিতেও চুলের সাদা রং ঢেকে ফেলা সম্ভব।
তৃতীয় উপায়
ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি হলে চুলে পাক ধরতে পারে। তাই স্ক্যাল্পের অন্দরে এই ভিটামিনের ঘাটতি মিটিয়ে ফেললে উপকার পাবেন বৈকি! আর এক্ষেত্রে আপনার সঙ্গী হতে পারে কারি পাতা। কারণ হেলথলাইন জানাচ্ছে, এই পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ভিটামিন বি রয়েছে। তাই কারি পাতার তেল যদি নিয়মিত স্ক্যাল্পে মালিশ করেন, তাহলে চুলের অকালপক্কতা প্রতিরোধ করা যায়।
খেয়াল রাখুন এদিকেও
জিনগত কারণ সহ আরও অনেক কারণ চুলের অকালপক্কতার জন্যে দায়ী হতে পারে। তাই একজন চিকিৎসকের সাহায্য নিন। তিনি আপনাকে সঠিক পথ দেখাবেন।
আপনার চুলে যদি কোনও সমস্যা থাকে বা স্ক্যাল্পে সংক্রমণ থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ না নিয়ে কোনও প্রাকৃতিক উপাদান ব্যবহার করবেন না।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, এটি কোনও ওষুধ বা চিকিৎসার অঙ্গ নয় আরও বিস্তারিত জানতে হলে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।