বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ছবি তোলার শখ কমবেশি সবারই আছে। তারপর আবার বিশেষ দিনে একটু ভালো ছবি তোলেন সবাই। তবে সব সময় সব জায়গায় ডিএসএলআর বয়ে নিয়ে যাওয়াও ঝামেলা। বিগত কয়েক বছরে মোবাইল ক্যামেরা ফটোগ্রাফির দুনিয়ায় বিপ্লব এনেছে।
একদিকে যেমন স্মার্টফোনের ক্যামেরা প্রযুক্তিতে উন্নতি হয়েছে অন্যদিকে মোবাইল ফোনের জন্য হাজির হয়েছে একের পর এক দুর্দান্ত ফটো এডিটিং অ্যাপ। কিছু কৌশল অবলম্বন করলে আপনার অ্যান্ড্রয়েড ফোনেই খুব ভালো ছবি তুলতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক-
১। পোর্ট্রেট মোড ব্যবহার করতে পারেন। ফটোতে ক্লিক করার সময় পোর্ট্রেট মোড ব্যবহার করা ফটোগুলো দেখতে খুব সুন্দর লাগে। বিশেষ করে মানুষের ছবি ক্লিক করার সময় এই মোড ব্যবহার করা যেতে পারে। এই মোড শুধু ফেস বা পুরো অবজেক্টকে ফ্রেমবন্দি করতে কাজে লাগে।
২। বার্স্ট মোড কাজে লাগবে ফোনে উপলব্ধ এই বার্স্ট মোড ছবি তোলার ক্ষেত্রে খুবই ভালো। এতে হাই শাটার স্পিডসহ একটি মোড রয়েছে। এতে দ্রুত ছবি ক্যাপচার হয়। এগুলো মূলত কোনো চলন্ত ঘটনাকে ফ্রেমবন্দি করতে ব্যবহার করা হয়।
৩। আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল মোড ব্যবহার করতে পারেন। বিশেষ করে যখন গ্রুপ ফটো তোলেন। এ সময় আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল মোড ব্যবহার করলে খুবই দারুণ একটি ফ্রেম পাবেন।
৪। স্লো মোশন ভিডিও অনেক ফোনেই স্লো মোশন ভিডিও করার অপশন থাকে। ভিডিওর সময় স্পষ্ট অ্যাকশন ক্যাপচার করতে এই মোডটি ব্যবহার করা যেতে পারে।
৫। প্রো মোড ব্যবহার করতে পারেন। যাদের আইএসও, হোয়াইট ব্যালেন্স এবং শাটার স্পিড ইত্যাদি সম্পর্কে কিছুটা বোঝাপড়া রয়েছে তাদের জন্য এই মোডটি যথার্থ। তাই এই মোড ব্যবহার করে নিজের নিয়ন্ত্রণে আরও ভালো শট নেওয়া যেতে পারে। এ ছাড়াও এতে লেন্স কন্ট্রোলের বিকল্পও থাকে। পরে ফটো এডিট করতে এই মোড দারুণ সহায়ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।