স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পাসপোর্ট না হওয়ার কারণে বসুন্ধরা কিংসের হয়ে এএফসিতে নাম নিবন্ধন করতে পারেননি এলিটা কিংসলে। এবার অনিশ্চয়তা দেখা দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের নিবন্ধন নিয়ে। মার্চের মাঝামাঝিতে বাংলাদেশের নাগরিকত্ব পান নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলে। নাগরিকত্ব পাওয়ার পর কিংসলেকে বাংলাদেশ প্রিমিয়ার লীগের দ্বিতীয় পর্বে দলভুক্তির সিদ্ধান্ত নেয় বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কিন্তু জাতীয় পরিচয়পত্র না হওয়ায় তার নিবন্ধন ঝুলে আছে।
প্রিমিয়ার লীগের মধ্যবর্তী দলবদলের সময় শেষ হয়েছে শনিবার। বসুন্ধরা কিংস নাম দিয়েছে কিংসলের। কিন্তু খেলোয়াড় রেজিস্ট্রেশনের জন্য বাধ্যতামূলক জন্মনিবন্ধন সনদ কিংবা জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্ট এর কোনটাই দিতে পারেনি বসুন্ধরা কিংস। যে কারণে, ক্লাবটি বাফুফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে আবেদনও করেছে কিংসলের রেজিস্ট্রেশনের জন্য।
সাবেক সচিব আখতার হোসেন খানের নেতৃত্বাধীন প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে কিংসলের ইস্যুটি দুই-একদিনের মধ্যেই পাঠাবে বাফুফে। কিংসলে প্রিমিয়ার লীগের জন্য নিবন্ধিত হতে পারবেন কিনা, পারলেও কী শর্তে- সবকিছু এখন নির্ভর করছে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের ওপর। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রমাণাদিসহ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারেনি বসুন্ধরা কিংস। কিংসলের নিবন্ধনের আবেদন বাতিল হলে এ মৌসুমে আর ঘরোয়া ফুটবল খেলা হবে না ‘নতুন বাংলাদেশি’ কিংসলের। এলিটা কিংসলের এএফসি কাপ খেলার সম্ভাবনা আগেই শেষ হয়েছে। তাকে ছাড়াই বসুন্ধরা কিংস খেলোয়াড় তালিকা পাঠিয়েছে এএফসিতে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel