জুমবাংলা ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীতে কর্তব্যরত অবস্থায় বাসচাপায় নিহত ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খায়রুল ইসলামের পরিবারকে ১০ লক্ষ টাকা অনুদান দিলেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম।
আজ (২৩ জুলাই) ডিএমপি সদর দপ্তরে নিজ কার্যালয়ে নিহত খায়রুলের পরিবারের হাতে এই অনুদানের টাকা তুলে দেন কমিশনার।
Advertisement
উল্লেখ্য, ৬ জুলাই শুক্রবার দিবাগত রাত ২টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত খায়রুল ইসলাম ডেমরা ট্রাফিক জোনের এএসআই ছিলেন। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের গ্রামের বাড়ি নিলফামারী জেলার সদর থানার জাগতি গ্রামে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


