রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি পরিবারের ১৭ জনের মধ্যে ১৪ জনই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই পরিবারের দুই সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। চকবাজার থানার ওসি মওদুত হাওলাদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, আইইডিসিআরে নমুনা পরীক্ষার পর মঙ্গলবার আরো ১২ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে।
তিনি বলেন, চক বাজারে এক পরিবারের দুজন করোনাভাইরাসে আক্রান্ত ছিল। কিন্তু মঙ্গলবার আইইডিসিআর থেকে জানানো হয় যে ওই পরিবারের আরো ১২ জনের পরীক্ষায় পজিটিভ এসেছে। এই নিয়ে পরিবারে মোট ১৪ জন আক্রান্ত।
ওসি বলেন, ওই পরিবারে সদস্য সংখ্যা মোট ১৭ জন। এদের মধ্যে ১৪ জনই আক্রান্ত। তবে ওই পরিবারের কেউ মারা যাননি। তিনি জানান, সড়কটির ওই ভবন ও আশপাশের ভবন লকডাউন করা হয়েছে। চকবাজারে ৫৫ জন কভিড-১৯ রোগী রয়েছেন।
দেশে ৩৩৮২ জন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে ১ হাজারের বেশি ঢাকা শহরের, তার মধ্যে দেড় শতাধিক পুরান ঢাকার। মৃত শতাধিক ব্যক্তির মধ্যে অন্তত ২০ জন পুরান ঢাকার। ভাইরাসের বিস্তার ঠেকাতে ‘লকড-ডাউন’ করা হয়েছে পুরান ঢাকার পাঁচ শতাধিক ভবন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।