জুমবাংলা ডেস্ক : স্বাস্থ্য অধিদপ্তরের শত কোটি টাকার মালিক গাড়িচালক আব্দুল মালেকের স্ত্রী নার্গিস বেগমকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত তাকে আগাম জামিন না দিয়ে এ আদেশ দেন।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন ড. মোমতাজউদ্দিন মেহেদী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট একেএম ফজলুল হক।