সবাইকে অবাক করে দিয়ে অবসরে চলে গেলেন ৩৩ বছর বয়সী ওয়েলস এবং রিয়াল মাদ্রিদের সাবেক স্টার ফুটবলার গ্যারেথ বেল। এ খবরে স্বাভাবিকভাবেই হতভম্ব হয়েছে পুরো ফুটবল বিশ্ব। সবাই চেয়েছিল যেন ফুটবল মাঠে তার শৈল্পিক খেলা আরো কয়েক বছর উপভোগ করা যায়।
ওয়েলস জাতীয় দলে তিনি অনবদ্য পারফরম্যান্স করে গেছেন। ১১১ ম্যাচ খেলে ৪১ গোল করে দলে অবদান রেখেছেন। জাতীয় দলে তার সার্ভিস এখনো অনেক দরকার। তিনি রিয়াল মাদ্রিদে টানা নয় বছর খেলে গিয়েছেন এবং ভক্তদের উচ্ছ্বসিত করেছেন।
ইংলিশ প্রিমিয়ার লীগের হয়ে টটেনহাম ক্লাবরে হয়েও তিনি মাঠ মাতিয়েছেন এবং অবসর গ্রহণ করার আগে তিনি আমেরিকার মেজর লীগ সকারেও খেলেছেন। ৩৩ বছর বয়সে তিনি খেলা থামিয়ে দিলেও একজন উইঙ্গার হিসেবে তিনি যা যা করেছেন তার জন্য সবাই তাকে মনে রাখবে।
সত্যিকার অর্থে একজন লেজেন্ডারি ফরওয়ার্ড হিসেবেই তিনি অবসরে যাচ্ছেন। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি চ্যাম্পিয়নস লিগ জিততেও সক্ষম হয়েছেন। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের একাধিক এল ক্লাসিকো ম্যাচে তিনি ঝলক দেখিয়েছেন।
রিয়াল মাদ্রিদের জার্সিতে তিনি পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ও তিনটি লা লিগা টাইটেল জয় করতে সক্ষম হয়েছেন। তারা সাফল্যের ঝুড়িতে আরো অনেক কিছু রয়েছে। ফুটবল মাঠে কিছু মুহূর্তের জন্য দর্শকরা তাকে আজীবন মনে রাখবে।
উদাহরণ হিসেবে বলা যায় যে, ২০১৪ সালের কোপা ডেল রে এর ফাইনালে বার্সার ডিফেন্ডারকে পরাজিত করে তিনি মাঝমাঠ থেকে দৌড়ে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন এবং গোল করেন।
ট্রান্সফার মার্কেটে একটা সময় সবথেকে দামি প্লেয়ার ছিলেন এই গ্যারেথ বেল। ২০১৮ সালের চ্যাম্পীয়ন লীগের ফাইনালে তার জোড়া গোলের কথা এখনো মনে আছে।
লিভারপুলের বিরুদ্ধে ওই ম্যাচে প্রথম গোলটিতে তিনি বাইসাইকেল স্কিল মুভ এর মাধ্যমে করতে সক্ষম হয়েছিলেন। রিয়াল মাদ্রিদের ভক্তরা একজন লেজেন্ডারি প্লেয়ার হিসেবে গ্যারেথ বেলের কথা আজীবন মনে রাখবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।