অ্যাপল টিভিতে অ্যাপ ম্যানেজমেন্ট অনেকটা আইফোনের মতই কাজ করে। অনেক সময় টিভির অনেক অ্যাপ্লিকেশন কাজ করে না। কোন অ্যাপ্লিকেশন ফ্রোজেন অবস্থায় থাকলে এরপর আপনাকে কী করতে হবে তা আজকের আর্টিকেল আলোচনা করা হবে।
অ্যাপল টেলিভিশনে সুইচারে কীভাবে অ্যাক্সেস করবেন এবং জোর করে এপ্লিকেশনটি বন্ধ করবেন তার কিছু কার্যকরী উপায় আলোচনা করা হবে। বিল্ট-ইন অ্যাপ্স সুইচারেটি ওপেন করার জন্য দ্রুত সিরি রিমোটের টিভি বোতামটি দুইবার প্রেস করুন।
এরপর আপনি বড় থাম্বনেইল সারি দেখতে পারবেন। যে অ্যাপে সমস্যা হয়েছে তা আপনি সল্ভ করে আনুভূমিকভাবে টেনে নিয়ে যান। এপ্লিকেশনটি বন্ধ করতে হলে তা সার্চ করে একেবারে উপরের দিকে টেনে নিয়ে যান। এরপর অ্যাপটি অবিলম্বে ছেড়ে দিতে হবে।
সমস্যার সমাধান হয়েছে কিনা তা বোঝার জন্য হোমস্ক্রিন থেকে অ্যাপ্লিকেশনটি পুনরায় চালু করুন। অপারেটিং সিস্টেমের টাস্কবার থেকে আপনি অ্যাপ্লিকেশন বন্ধ করতে পারবেন। পরবর্তী সময় পুনরায় তা চালুও করতে পারবেন।
তাছাড়া সাম্প্রতিক সময়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন একসাথে চলতে থাকলে সবগুলোর মধ্যে দ্রুত সুইচ করার জন্য এ পদ্ধতি ব্যবহার করতে পারেন। কখন অ্যাপল টিভির অ্যাপস বন্ধ করে দেওয়া উচিত সেটা আপনাকে বুঝতে হবে।
আপনার উচিত হবে অ্যাপল টিভি থেকে সেসব অ্যাপ্লিকেশন ডিলিট করে দেওয়া যা প্রয়োজনীয় নয় এবং অনেক বেশি স্টোরেজ দখল করে থাকে। উদাহরণ হিসেবে বলা যায় যে, নেটফ্লিক্স এপ্লিকেশন যদি ফ্রোজেন হয়ে যায় অথবা ভালোভাবে কাজ না করে সে ক্ষেত্রে এটিকে বন্ধ করে পুনরায় চালু করলে সমস্যার সমাধান হতে পারে। তাছাড়া অপ্রয়োজনীয় অত্যাধিক গেমস এবং অ্যাপ্লিকেশন ইনস্টল করে রাখবেন না। আর টেলিভিশনের ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এ সকল অ্যাপ্লিকেশন বেশি মেমোরি দখল করে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।