জুমবাংলা ডেস্ক : একটি শার্টের দাম দেড় লাখ টাকা! আর্টিশিপ নামের একটি প্রতিষ্ঠান ফেসবুকে এমন বিজ্ঞাপন দিচ্ছে; যা এরই মধ্যে ভাইরাল। নেটিজেনরা বলছেন, কী এমন আছে এই শার্টে, যে এত দাম হতে হবে।
ফেসবুক পেজে আর্টিশিপের ফলোয়ার রয়েছে প্রায় ২ লাখ ২০ হাজারের মতো। রাজধানীর পশ্চিম রামপুরায় শপটির ফিজিক্যাল আউটলেট রয়েছে বলে জানা গেছে। জার্মানিসহ ইউরোপের দেশগুলো থেকে বিভিন্ন পণ্য আমদানি করে বাংলাদেশে বিক্রি করেন তারা।
শার্টটির বিষয়ে আর্টিশিপের স্বত্বাধিকারী কামাল উদ্দিন দেওয়ান বলেন, এটা স্টকের না, প্রি অর্ডারের প্রোডাক্ট। জার্মানির লুই ভুইতোঁ ব্রান্ডের শার্ট এটি।
শপটির ফেসবুক পেজে দেখা যায়, একটি সাদা রঙের ফুল হাতা শার্টের ওপর ছাই রঙের প্রিন্ট। যার দাম চাওয়া হয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৯৯৯ টাকা। দেখতে সাদামাটা এই শার্টের দাম নিয়ে ব্যাপক ট্রল করছেন নেটিজেনরা।
সাকিবুল ইসলাম সাকিব নামে একজন লিখেছেন, ‘বাটনগুলো গোল্ডের দেয়া উচিত ছিল। শার্টটি স্টক আউট হওয়ার নিউজের অপেক্ষায় রইলাম।’
মেহবুবা জারা নামে আরেকজন লিখেছেন, ‘মুকেশ আম্বানি কি দ্বিতীয় বিয়ে বাংলাদেশ থেকে করছেন! কাপড়ের মধ্যে কি এমন আছে যে, দাম দেড় লাখ হতে হবে? কেউ কিনলে ওই ক্রেতাকে দেখতে চাই।‘
অনেকে মজার ছলে বন্ধুদের ট্যাগ করে ঈদে শার্টটি গিফট চাচ্ছেন।
সানজিদ আহমেদ নামে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘ভাই কেউ কি কিনেছে?’ জবাবে আর্টিশিপ লিখেছে, ‘এটা বিক্রি হয়েছে বলেই ছবি দেখতে পাচ্ছেন। এত টাকার জিনিস শুধু শুধু ছবি তোলার জন্য তো আর কেনা হয় নাই।’
তাশনুভ ফাইম নামে একজন তো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিকে লুই ভুইতোঁর ওয়েবসাইটে দেখা যায়, শার্টটি এখনও অর্ডারের অপেক্ষায় আছে। কিন্তু সেখানে দাম উল্লেখ করা নেই।
এত দামি শার্ট শুধু ছবি তোলার জন্য কেনা হয়নি দাবি করে কামাল উদ্দিন দেওয়ান বলেন, এরই মধ্যে কয়েকজনকে শার্টটি এনে দেয়া হয়েছে। তবে কত পিস বিক্রি হয়েছে তা বলতে রাজি হননি তিনি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel