বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত সপ্তাহে উন্মোচিত হয় গুগলের প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) ফোন পিক্সেল ফোল্ড। কিন্তু উন্মোচিত হওয়ার পরদিন থেকেই ফোনটির স্ক্রিনে নানা রকম সমস্যার অভিযোগ পাওয়া যাচ্ছে। আরস টেকনিকার সূত্রে জানা যায়, ফোনের স্ক্রিনের মাঝে একটি গর্তের ভেতরে কোনও কিছুর ভাঙা টুকরো ঢুকে গেলে ফোনটি বন্ধ করার সময় তা প্যানেলের ভেতরে চলে যায়। আরেক ব্যবহারকারীও ফোনের স্ক্রিনের ভেতর একই জায়গায় কিছু গর্ত দেখতে পান।
ভার্জের সূত্রে জানা যায়, অন্য এক ব্যবহারকারী অভিযোগ করেছেন ফোন কেনার এক সপ্তাহের মধ্যেই তিনি ইনার স্ক্রিন প্রোটেকটরের ভেতরে হালকা স্ক্র্যাচ দেখতে পান। এতে ফোনের ওপর থেকে তার বিশ্বাস হারিয়ে যায়। আরেক ব্যবহারকারী জানান, ফোন কেনার মাত্র কয়েক ঘণ্টা পরেই তিনি ইনার স্ক্রিনের ভেতরে উজ্জ্বল কিছু গোলাপি রেখা দেখতে পান।
স্ক্রিনের এসব সমস্যার বিষয়ে মন্তব্য চাওয়া হলে গুগলের মুখপাত্র অ্যালেক্স মরিকনি বলেন, এ ধরনের সমস্যা দেখা দিলে বিষয়টি পরীক্ষা করার জন্য আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারেন ব্যবহারকারীরা। অথবা আইফিক্সিট থেকে ডিআইওয়াই স্ক্রিন রিপেয়ার কিট কিনে নিজেও তা পরিবর্তন করে নিতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।