একদিনের ক্রিকেটে ৫০০ রানের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক: পঞ্চাশ ওভার ক্রিকেটের ইতিহাস ঘাটলে দেখা যাবে, এই ফরম্যাটে ২৬০-২৭০ রান করলে জেতার সম্ভাবনা থাকে যেকোন দলের। আধুনিক ক্রিকেটে এই রান তাড়া করার অহরহ দৃশ্য দেখা গেলেও এখনও অনেক দলের জন্য এই রান করাটাও বিশাল কিছু। সেখানে একটি ৫০ ওভারের ম্যাচে একজন ক্রিকেটারের রানই ২৭৭।

এমনই অতিমানবীয় কীর্তি গড়েছেন ভারতের ক্রিকেটার নারায়ন জাগাদিসান। তামিলনাড়ুর হয়ে খেলা এই ওপেনিং ব্যাটসম্যান বিজয় হাজারে ট্রফির মঞ্চে বিশ্বরেকর্ডের ছড়াছড়ি লাগিয়ে দিয়েছেন আজ (২১ নভেম্বর)। অরুণাচল প্রদেশের বিপক্ষে তামিলের হয়ে মাঠে নেমে খেলেছেন ২৭৭ রানের বিশ্বরেকর্ড গড়া ইনিংস।

অরুণাচলের বিপক্ষে ১৪১ বলে ২৫টি চার ও ১৫টি ছয়ে এই অতিমানবীয় ইনিংস খেলেছেন নারায়ন। ফলে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসের মালিক হয়ে গেলেন এই উইকেটরক্ষক ওপেনিং ব্যাটসম্যান। এই তালিকার শীর্ষে উঠতে নারায়ন ভেঙেছেন ২০ বছরের পুরনো রেকর্ড। ২০০২ সালে কাউন্টিতে সারের হয়ে গ্ল্যামারগনের বিপক্ষে ২৬৮ রানের ইনিংস খেলেছিলেন আলি ব্রাউন।
৫০০ রানের বিশ্বরেকর্ড
এ ছাড়া এই তালিকায় তিনে আছেন ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মা। ভারতের অধিনায়ক শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৪ সালে খেলেছেন ২৬৪ রানের ইনিংস; যা আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ। নারায়ন জাগাদিসান বিশ্বরেকর্ড গড়ার পথে ভেঙেছেন আরেকটি রেকর্ডও। প্রথম ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেট ইতিহাসে টানা পাঁচটি শতক হাঁকিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে কুমার সাঙ্গাকারা এবং ঘরোয়াতে দক্ষিণ আফ্রিকার আলভিরো পিটারসেন এবং ভারতের দেবদুত পাদিক্কাল টানা চার ইনিংসে শতক করেছেন।

নারায়ন জাগাদিসানের এই ইনিংসে ভর করে দলীয় বিশ্বরেকর্ড গড়েছে তামিলনাড়ু। প্রথম কোনও দল হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছে দলটি। তামিলনাড়ু ভেঙেছে ইংল্যান্ডের ৪৯৮ রানের দলীয় ইনিংসের রেকর্ড। তামিলনাড়ুর ৫০০ রানের মাইলফলক স্পর্শ করার ম্যাচে নারায়ন ছাড়াও শতক পেয়েছেন সাই সুদর্শন। তিনি করেছেন ১০২ বলে ১৫৪ রানের ইনিংস।

এদিকে এই ম্যাচে দ্বিশতক পাওয়ার পথে নারায়ন আরেকটি রেকর্ডে ভাগ বসিয়েছেন। তিনি ১১৪ বলে ছুঁয়েছেন দ্বিশতক, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম। এর আগে ১১৪ বলে এই ফরম্যাটের ক্রিকেটে দ্বিশতক ছুঁয়েছে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।

দুধ বিক্রি করে খেলার জন্য প্রথম বুটজুতা কিনেছিলেন ভালেন্সিয়া