আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের দিঘার ঘটনা। জেলেদের জালে বিশালাকার ১২১টি ভোল মাছ ধরা পড়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। দিঘা মোহনার মাছের বাজারে আজ শনিবার বিশালাকার ভোল মাছগুলো নিলামের জন্য নিয়ে যাওয়া হয়।
মা বিশ্বেশ্বরী ট্রলারের জেলেরা ওই মাছগুলো ধরেছেন। দিঘা মোহনার মাছের বাজারের লোকদের ধারণা, নিলামে ভোল মাছগুলোর দাম কোটি টাকা ছাড়াবে।
মৎস্যজীবীরা জানান, গুরুত্বপূর্ণ ওষুধ তৈরির জন্য ভোল মাছের পটকা খুবই উপযোগী। মাছের ওজন যত বেশি, দামও তত বেশি হয়। সে কারণে ভোল মাছ বরাবরই মৎস্যজীবীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়।
এ মওসুমে দিঘার জেলেদের কাছে ইলিশের আকাল থাকলেও কখনো কখনো ভোল মাছ তাদের ভাগ্য ঘুরিয়ে দেয়। গভীর সমুদ্রে দলবদ্ধ হয়ে ঘোরাফেরা করে এই মাছ। মাঝেমাঝেই জেলেরা এ ধরনের মাছের দেখা পায়।
দিঘা মোহনার মৎস্যজীবীরা জানান, শনিবার মা বিশ্বেশ্বরী ট্রলার ১২১টি ভোল মাছ নিয়ে মৎস্য নিলাম কেন্দ্রে হাজির হয়। প্রতিটি ভোল মাছের ওজন প্রায় ১৭ থেকে ১৮ কেজি।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী গিরিশচন্দ্র রাউত বলেন, এ বছরের শুরুতেই ভোল মাছের ঝাঁক ধরা পড়ার খবরে খুশি মৎস্য ব্যবসায়ীরা। এর আগে এমন আকারের ভোল মাছ একেকটি ১২ থেকে ১৩ হাজারে বিক্রি হয়েছে। এবারও নিলামে ভালোই দাম উঠবে বলে আশা করছি।
তিনি আরও জানান, গত অক্টোবর এবং নভেম্বরেও দুই ব্যবসায়ীর ট্রলারে ভোল মাছ উঠেছিল। ভোল মাছ পেয়ে রাতারাতি তারা কোটিপতি হয়েছেন। আবারও সেই বিশাল আকারের ভোল মাছ জালে পড়ায় বেজায় খুশি মৎস্যজীবীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।