সিরিজ শুরুর আগেই রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন সাকিব, ব্যাট হাতে মাত্র ২৯ রান করলেই দ্বিতীয় বাংলাদেশী ও সবমিলিয়ে ২৬ তম ব্যাটসম্যান হিসেবে নাম লেখাতেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০০ রান করা ব্যাটসম্যানদের তালিকায়। সিরিজে আগের তিন ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ সাকিব ছুঁতে পারেননি মাইলফলক, তবে আজ (২১ সেপ্টেম্বর) মাত্র তিন রান করেই পৌঁছে গেলেন মাইলফলকে, এদিন স্বীকৃত টি-টোয়েন্টি চতুর্থ বোলার হিসেবে ৩৫০ উইকেট শিকারের কীর্তিও গড়েন।
সাকিব অনুশীলন
সিরিজের প্রথম তিন ম্যাচে দুটিতে জিতে ফাইনাল নিশ্চিত করেছে দুদলই। ফলে আজ (২১ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তান- বাংলাদেশ ম্যাচটি ছিল নিছকই নিয়মরক্ষার ম্যাচ। তবে টুর্নামেন্টের প্রথম দেখায় আফগানিস্তানের কাছে হারায়, প্রতিশোধের একটা তাড়নাতো ছিলই বাংলাদেশের। সাথে আফগানদের বিপক্ষে ফাইনালে মাঠে নামার আগে জয়টা আত্মবিশ্বাসের রসদও জুগাবে।
এমন ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। আফগানদের দেওয়া ১৩৯ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা অবশ্য ভাল হয়নি। দলীয় ৯ রানে লিটন দাসকে হারায় বাংলাদেশ, ৩ রান পর ফিরে যান আরেক ওপেনার নাজমুল শান্তও। এরপর এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৪ রান। সাকিব অপরাজিত ৩ রানে। আর এই ৩ রান করেই ছুঁয়ে ফেললেন ১৫০০ রানের মাইলফলক।
সাকিবের আগে ১৫০০ রান করা একমাত্র বাংলাদেশী তামিম ইকবাল খান। বাংলাদেশ ওপেনার ১৫০০ রানের মাইলফলকে পৌঁছাতে খেলেছেন ৭১ ইনিংস। ১৬১৩ রান নিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রানের মালিকও তিনি। ১৫০০ রানের মাইলফলকে পৌঁছাতে সাকিবকে খেলতে হয়েছে ৭৬ ইনিংস। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের প্রথম তি-টোয়েন্টি ম্যাচেই অভিষেক সাকিব আল হাসানের।
এদিকে সবমিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান আজ মাঠে নামেন নামের পাশে ৩৪৯ উইকেট নিয়ে। নিজের তৃতীয় ও ইনিংসের ১৩তম ওভারের চতুর্থ বলে আইপিএল সতীর্থ মোহাম্মদ নবিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে শিকার করেন টি-টোয়েন্টিতে নিজের ৩৫০ তম উইকেট। চতুর্থ বোলার হিসেবে এই কীর্তি গড়েন সাকিব। তার চাইতে বেশি উইকেত আছে কেবল তিনজনের, তারা হলেন ডোয়াইন ব্রাভো, লাসিথ মালিঙ্গা ও সুনীল নারাইন। আন্তর্জাতিক ক্রিকেটে ৯২ উইকেট নেওয়ার পাশাপাশি স্বীকৃত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট ২৫৮ টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।