স্পোর্টস ডেস্ক : গুগল ম্যাপের হিসাব বলছে, কুইন পার্ক স্ট্রিট থেকে ইডেন পার্কের দূরত্ব ১১.৭ কিলোমিটার। কিন্তু গুগল ম্যাপের সাধ্য কী দুকূল ছাপানো আবেগের ব্যবধান মাপে!
প্রায় ১২ কিলোমিটার দূরত্বের দুই প্রান্ত যে আজ অকল্যান্ডের-নিউজিল্যান্ডের মানুষকে দুই ধরনের অনুভূতি দিয়ে গেল!
দুই অনুভূতিতে তুলনা অবশ্য হয় না। তুলনা টানা যায় না। শোকের অনুভূতির বিপরীতে নিছক একটা খেলায় জয়ের অনুভূতি যে নিতান্তই তুচ্ছ। সকালে অকল্যান্ড জেগেছে কুইন্স পার্কে আততায়ীর গুলিতে তিনজনের মৃত্যুর খবরে – দুজন নিরীহ মানুষ, অন্যজন আততায়ী নিজে। আহত হয়েছেন আরও ১০ জন। নিরীহ মানুষের মৃত্যুতে ভোঁতা মনগুলোর কাছে বিকেলে ফুটবল বিশ্বকাপে স্বাগতিক নিউজিল্যান্ডের মেয়েদের অবিশ্বাস্য জয়ের হয়তো গুরুত্বই থাকে না!
তবে ফুটবলের রেকর্ডবই দিনটাতে নিউজিল্যান্ডের জন্য আলাদা পাতা বরাদ্দ রাখবে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে বিশ্বকাপের শুরু হয়েছে আজ, তার প্রথম ম্যাচে হট ফেবারিট নরওয়েকে ১-০ গোলে হারিয়েছে নিউজিল্যান্ড। দিনের অন্য ম্যাচে আরেক স্বাগতিক অস্ট্রেলিয়াও জিতেছে, আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের জয়ও ১-০ গোলে।
কিন্তু নিউজিল্যান্ডের জয়টার মাহাত্ম্য অন্য। এ জয় যে অনন্য! শুধু মেয়েদের বিশ্বকাপ কেন, ছেলেদের ও মেয়েদের – দুই ফুটবল বিশ্বকাপ মিলিয়েই এই প্রথম কোনো ম্যাচে জয় দেখল নিউজিল্যান্ড!
এর আগে মেয়েরা বিশ্বকাপে খেলেছিল ১৫ ম্যাচ, ছেলেদের ও মেয়েদের বিশ্বকাপ মিলিয়ে নিউজিল্যান্ড জয়হীন ছিল ২১ ম্যাচে। হোয়াইট ফার্ন নামে পরিচিত নিউজিল্যান্ডের মেয়েদের দলের হয়ে আজ ৪৮তম মিনিটে হান্নাহ উইলকিনসনের গোলটাই হয়ে থাকল ইতিহাস বদলে দেয়া।
সকালের ওই ভয়ংকর রক্তের বান না হলে পুরো অকল্যান্ডেই আজ আনন্দের বান নামত নিশ্চিত। তবু নিউজিল্যান্ডের ফুটবল ইতিহাসে রেকর্ড ৪২১৩৭ দর্শকের উপস্থিতি বলে, ইডেন পার্ক কিছুক্ষণের জন্য হলেও কুইন্স পার্কে তৈরি ক্ষত ভুলিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।