বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সারা দিন ব্যবহার করার জন্য গোটা দিনে অন্তত চার্জ দিতে হয় যে কোনও ডিভাইস। স্মার্টফোনের মতো ট্যাবলেটের ক্ষেত্রেও এক নিয়ম প্রযোজ্য। কিন্তু আজ আপনাদের যে ডিভাইসটির কথা বলব তা একবার ফুল চার্জ হলে টানা 2 মাস চলতে পারে। কারণ এই ট্যাবলেটে রয়েছে 22,000mAh-এর বিশাল ব্যাটারি।
বর্তমান স্মার্টফোনগুলিতে 5,000mAh করে ব্যাটারি পাওয়া যায়। সেই হিসেব অনুযায়ী এই ট্যাবলেট 4টি স্মার্টফোনের শক্তির সমান। এই বাহুবলী ট্যাবলেটটির নাম Blackview Active 8 Pro। রাগড ডিজাইনের চোখে লেগে থাকার মতো লুক ডিভাইসটির। দুর্দান্ত ব্যাটারি ছাড়াও এতে রয়েছে আরও অনেক চমকপ্রদ ফিচার।
Blackview Active 8 Pro এর স্পেসিফিকেশন
10.36 ইঞ্চি IPS ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 2000×1200 পিক্সেল। ডিভাইসটির প্রথম চমক এটির কোয়াড স্পিকার সিস্টেম। এক টানা মাল্টি টাস্কিংয়ের জন্য রয়েছে MediaTek Helio G99 প্রসেসর। দারুণ পারফরম্যান্সের পাশাপাশি ট্যাবলেটের গতি বাড়িয়ে তুলতে সাহায্য করে উক্ত চিপসেট।
স্টোরেজের ক্ষেত্রে দেওয়া হয়েছে 8GB র্যাম এবং 256GB ইন্টার্নাল স্টোরেজ। যা সর্বোচ্চ 1TB পর্যন্ত বাড়ানো যাবে। গেমিংয়ের সঙ্গে সিনেমা ও ওয়েব সিরিজ দেখার জন্য বিপুল স্টোরেজ রয়েছে ডিভাইসে। মিলবে হাইব্রিড ডুয়াল 4G সিমের সাপোর্ট।
এই ট্যাবলেটের সামনে ও পিছনে উভয় জায়গাতেই 16.48 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। হাই কোয়ালিটি ভিডিও ও ছবি তোলা যাবে ক্যামেরা দিয়ে বলে দাবি করেছে কোম্পানি। সবচেয়ে আশ্চর্য করা ফিচার হল এটির ব্যাটারি।
শক্তিশালী এই Blackview ট্যাবলেট এক চার্জে টানা 2 মাস ব্যবহার করা যাবে। এমনটাই দাবি করেছে কোম্পানি। এতে রয়েছে 22,000mAh ব্যাটারি ক্যাপাসিটি। সঙ্গে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। 1,440 ঘণ্টা স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে ডিভাইসে। যা প্রায় 60 দিনের সমান।
কোম্পানি আরও দাবি করেছে, এটি IP68/IP69K রেটিং যুক্ত। যা জল এবং ধুলো থেকে ডিভাইস নিরাপদ রাখবে। এমনকি জলে পড়ে গেলেও ক্ষতি হবে না ট্যাবলেটের।
Blackview Active 8 Pro এর দাম
ফিচার প্যাক এই ট্যাবলেটের দাম রয়েছে 239.99 ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় 19,691 টাকা)। 10 জুলাই তারিখে লঞ্চ হবে Active 8 Pro। আলিএক্সপ্রেস থেকে অর্ডার করা যাবে ট্যাবলেটটি। কোম্পানি আরও জানিয়েছে, প্রথম 200 গ্রাহকদের এই ট্যাবলেটের সঙ্গে বিনামূল্যে ব্লুটুথ কিবোর্ড দেওয়া হবে।
সূত্র: এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।