Advertisement
পটুয়াখালীর বাউফলের চাঁদকাঠী গ্রামের লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। গত সোমবার দুপুর ২টার দিকে বরিশাল ডায়াবেটিস হাসপাতালের প্রসূতি বিভাগে স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নেওয়া এই পাঁচ নবজাতকের মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে।
এটি লামিয়া আক্তারের প্রথম সন্তান প্রসূতি। লামিয়া আক্তার বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের সিংহেরাকাঠি গ্রামের বাসিন্দা সোহেল হাওলাদারের স্ত্রী।
পারিবারিকভাবে জানা যায়, পাঁচ বছর আগে একই উপজেলার ফারুক হাওলাদারের মেয়ে লামিয়ার বিয়ে হয়। গত সোমবার প্রসব বেদনা শুরু হলে তাঁকে বরিশাল ডায়াবেটিস হাসপাতালে ভর্তি করান। সেখানে তিনি পর পর পাঁচটি সন্তানের জন্ম দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।