বিনোদন ডেস্ক : বর্তমানে ভারতের সবচেয়ে জনপ্রিয় দম্পতি অভিনেত্রী আনুশকা শর্মা এবং বিরাট কোহলি একসাথে একটি বড় কাজে নামলেন। ‘আনুশকা শর্মা ফাউন্ডেশন’ এবং ‘বিরাট কোহলি ফাউন্ডেশন’-কে একত্রিত করে দরিদ্র ও প্রতিভাবান ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে একটি যৌথ অলাভজনক উদ্যোগ চালু করেছেন। বুধবার এক বিবৃতিতে তার এ ঘোষণা দেন।
আনুশকা এবং কোহলির তরফ থেকে একটি যৌথ বিবৃতিতে লেখা জানানো হয়েছে, কবি ও লেখক কাহলিল জিব্রান বলে গেছেন, ‘সত্যিকারের অর্থে একটি জীবনই অপর জীবনকে কিছু দিয়ে থাকে। আপনারা, যারা নিজেদের দাতা বলে মনে করেন, তারা কেবল একজন সাক্ষী। এই অনুভূতির কথা মাথায় রেখে, আমরা যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছানোর জন্য ‘সেবা’-এর মাধ্যমে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।
গুজব উড়িয়ে প্রথমবার একসঙ্গে জয়া-স্বস্তিকা!গুজব উড়িয়ে প্রথমবার একসঙ্গে জয়া-স্বস্তিকা!
তাদের এই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সেভিভিএ’-এর কাজ একটি নির্দিষ্ট ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না। কারণ এটি মানবতাকে বিজয়ী বানিয়ে সেই অনুযায়ী সামাজিক কল্যাণ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে যা আজকের সময়ের বড্ড বেশি করেই প্রয়োজন।
তাদের এই নতুন উদ্যোগকে সাধুবাদ এবং কুর্নিশ জানিয়েছেন তাদের ভক্তরা।
একদিকে, বিরাট কোহলি নিজের সংস্থার মাধ্যমে দুঃস্থ ও অপারগ ক্রীড়াবিদদের ক্রীড়া বৃত্তি বা স্পোর্টস স্কলারশিপ প্রদান করে যাবে। যোগ্য ক্রীড়াবিদদের স্পনসরও করতে থাকবে সংস্থাটি। অপরদিকে আনুশকা শর্মার সংস্থাটি আগের মতোই পশু কল্যাণের বিষয়ে জড়িত থাকবেন।
এছাড়াও, তারা দু’জন, এই নতুন উদ্যোগের মাধ্যমে, সমাজকে ব্যাপকভাবে উপকৃত করে এমন উদ্বেগের ক্ষেত্রগুলিকে সাহায্য করার ব্যাপারে সচেষ্ট থাকবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।