বিশ্বখ্যাত পরিচালক মার্টিন স্কোরসেসের পরবর্তী সিনেমায় অস্কারজয়ী দুই তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেনিফার লরেন্স একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। ছবির শুটিং শুরু হবে আগামী বছরের জানুয়ারি থেকে।
সিনেমাটি প্রখ্যাত ভূতের গল্পের উপন্যাস ‘হোয়াট হ্যাপেন্স অ্যাট নাইট’ অবলম্বনে তৈরি হবে। স্টুডিওক্যানাল চিত্রনাট্য প্রস্তুত করছে এবং প্রযোজনায় যুক্ত হতে পারে অ্যাপল অরিজিনাল ফিল্মস।
লিওনার্দো ডিক্যাপ্রিও ও স্কোরসেস এর আগে ‘শাটার আইল্যান্ড’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। এই নতুন ছবিতে যুক্তরাষ্ট্রের এক দম্পতি একটি তুষারাচ্ছন্ন ইউরোপীয় শহরে শিশু দত্তক নিতে গেলে রহস্যময় পরিস্থিতির মুখোমুখি হন। তারা একটি প্রায় শুন্য হোটেলে অবস্থান করেন এবং ফ্ল্যাম্বয়েন্ট সান্টুজ নামের নষ্ট ব্যবসায়ী ও এক বিশ্বাসযোগ্য চিকিৎসকের সঙ্গে মিলিত হন।
কাহিনীতে দেখা যাবে, দম্পতি যতই শিশুটিকে নিজের করার চেষ্টা করেন, ততই তারা নিজেদের জীবন ও সম্পর্কের অজানা দিকগুলো দেখতে শুরু করেন।
ডিক্যাপ্রিও সম্প্রতি একাধিক প্রকল্পে যুক্ত হওয়ার পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত স্কোরসেসের ছবিতে মনোনিবেশ করেছেন। অন্যদিকে, জেনিফার লরেন্স সম্প্রতি ‘ডাই, মাই লাভ’ ছবিতে অভিনয় করেছেন, যা কান উৎসবে প্রদর্শিত হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।