Advertisement
স্পোর্টস ডেস্ক : আগামী মাসে টি-টুয়েন্টি এবং টেস্ট সিরিজ খেলার জন্য ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আর এই সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হবে আগামী ১৬ অক্টোবর।
ভারতের বিপক্ষে এই সিরিজে তিনটি টুয়েন্টি ও ২টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩ নভেম্বর থেকে শুরু হবে টুয়েন্টি সিরিজ। টেস্ট সিরিজ হবে ১৪ নভেম্বর থেকে।
এই সিরিজের জন্য ১৪ সদস্যের টুয়েন্টি দল এবং ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করা হবে। তবে আগের মত প্রাথমিক দল ঘোষণা করা হবে না। সরাসরি মূল স্কোয়াড ঘোষণা করা হবে।
এরমধ্যে ভারতে টাইগারদের মিশন শুরু হবে টুয়েন্টি দিয়ে। সেই দলে থাকা খেলোয়াড়রা আগামী ২৫ অক্টোবর থেকে ক্যাম্প শুরু করবে।
যারা টুয়েন্টি দলে থাকবে না কিন্তু টেস্ট দলে থাকবে তাদের জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডও খেলত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।