একাধিক প্রেম নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা পরীমনি

পরীমনি

বিনোদন ডেস্ক:ক্যারিয়ার কিংবা ব্যক্তিজীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমনি। তবে বর্তমানে স্বামী অভিনেতা শরিফুল রাজ এবং একমাত্র সন্তান শাহীম মোহাম্মদ রাজ্যকে নিয়ে সুখে-শান্তিতে দিন কাটাচ্ছেন তিনি। তবে এ অভিনেতার সঙ্গে বিয়ে হওয়ার আগেও একাধিক সম্পর্কে জড়িয়েছেন এ অভিনেত্রী। সম্প্রতি সেসব বিষয়ে কথা বলেছেন পরী।

পরী হাসতে হাসতে অতীতের প্রেমের সম্পর্ক নিয়ে কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, আচ্ছা, একটা ব্রেকআপের পর মানুষ কী করে! আর একটা ছেলে দেখব, প্রেম করব—এটাই তো স্বাভাবিক। প্রেমিক গোলাপ ফুল দিলে আমি সেটাও সবাইকে দেখাই।

এ অভিনেত্রী বলেন, তেমনই ব্রেকআপ হলে মন খারাপ থাকে। আর সেই অনুভূতি উদযাপন করি আমি। আবার এটাও সবাইকে জানাই। কী আর করব।
পরীমনি
চলচ্চিত্রে অভিষেক হওয়ার আগেই প্রথম বিয়ে করেছিলেন ‘অন্তর জ্বালা’ সিনেমার নায়িকা। দূর সম্পর্কের এক ভাইকে বিয়ে করেছিলেন। এর ঠিক দু’বছর পর ফেরদৌস কবীর সৌরভ নামের এক ব্যক্তিকে বিয়ে করেন। এ ব্যক্তির ইচ্ছাতেই বিনোদন জগতে অভিষেক নায়িকার। কিন্তু সেই সম্পর্কও বেশিদিন টিকেনি।

এছাড়া ক্যারিয়ারের শুরুর দিকে প্রযোজক নজরুল ইসলাম রাজের সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছিল তার। এ প্রযোজককেও বিয়ে করেননি তিনি। আবার এক সাংবাদিকের সঙ্গেও বিয়ের কথা চূড়ান্ত হয়েছিল পরীর। এই প্রেমও টিকেনি। গুঞ্জন রয়েছে, তারা নাকি গোপনে বিয়েও করেছিলেন।

এদিকে ২০২১ সালের মার্চে অল্প দিনের পরিচয়ে সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেন পরী। তবে এই সম্পর্ক তিন মাসও স্থায়ী হয়নি। এরপরই জীবনে অভিষেক হয় অভিনেতা শরিফুল রাজের। বর্তমানে এ নায়ক ও ছেলেকে নিয়ে ভালোই দিন কাটাচ্ছেন অভিনেত্রী।

মন্ত্রীকে যে অনুরোধ করলেন চিত্রনায়ক জায়েদ খান