জুমবাংলা ডেস্ক: করোনার সংক্রমণ এড়াতে আজ থেকে রাত ৮টার পরিবর্তে অমর একুশে বইমেলা খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আজ বুধবার (৩১ মার্চ) এ তথ্য জানায় বাংলা একাডেমি। বইমেলার সময় পরিবর্তনের তথ্য নিশ্চিত করেছেন বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা কবি পিয়াস মজিদ।
একুশে বইমেলার সময়সূচির পরিবর্তন
তিনি জানান, করোনার সংক্রমণ এড়াতে এখন থেকে সন্ধ্যা ৬টার পর আর বইমেলায় কেউ প্রবেশ করতে পারবেন না। তবে ভেতরে থাকা দর্শনার্থীদের জন্য সাড়ে ৬টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। এছাড়া সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিন বইমেলা শুরু হবে দুপুর ৩টা থেকে। আর সরকারি ছুটির দিনে শুরু হবে সকাল ১১টা থেকে।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool