আন্তর্জাতিক ডেস্ক: একটি হীরার আংটির শখ থাকে প্রায় প্রতিটি নারীর। তবে সেই আংটিতে হীরার সংখ্যা কয়েক হাজার হবে, এই স্বপ্ন কম মানুষই করেন।
এবার এক অবিশ্বাস্য রেকর্ড তৈরি করেছে ভারতের কেরালাভিত্তিক এসডব্লিউএ ডায়মন্ডস। প্রতিষ্ঠানটির তৈরি একটি হীরার আংটি স্থান পেয়েছে গিনেস ওয়ার্ল্ড রের্কডে।
এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে সংস্থাটি জানিয়েছে, কীভাবে তারা এক আংটিতে সবচেয়ে বেশি হীরা সেট করেছে, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। গত ৫ মে কেরালার কারাথোডের সংস্থাটি এই রেকর্ডটি অর্জন করে।
মাশরুম-থিমযুক্ত এই আংটির নাম অমি। এটি তৈরিতে ২৪ হাজার ৬৭৯টি প্রাকৃতিক হীরা ব্যবহার করা হয়েছে। মাশরুম অমরত্ব ও দীর্ঘায়ুকে প্রতিনিধিত্ব করে। আর অমি অর্থও অমরত্বকে বোঝায়।
এসডব্লিউএ ডায়মন্ডস বলেছে, এই আংটিটি তাদের ব্র্যান্ডের প্রতি গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করার জন্য তৈরি করা হয়েছিল।
সংস্থাটি জানায়, এই আংটির ওজন ৩৪০ গ্রাম এবং দাম প্রায় ৯৫ হাজার ২৪৩ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৯০ লাখ।
সূত্র: হিন্দুস্তান টাইমস
ফুটবল আঁকড়ে ধরে মাঝ সমুদ্রে ১৮ ঘণ্টা লড়াই করে জীবন বাঁচালো যুবক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।