গাড়ির এসি ১ ঘণ্টা চালালে যে পরিমাণ তেল খরচ হয়
লাইফস্টাইল ডেস্ক : এই গরমে গাড়ি নিয়ে বের হলেই এসি চালাতেই হয়। কেননা, গাড়ির উত্তপ্ত কেবিন ঠাণ্ডা করার জন্য শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের বিকল্প নেই। গাড়ির এসি চালানোর খরচ সম্পর্কে অনেকেরই ধারণা নেই।
গাড়ির এসি চালু রাখলে মাইলেজ কমে যায় এই তথ্যে অনেকেই বিশ্বাস করেন। কিন্তু টানা ১ ঘণ্টা এসি চললে কতটুকু পেট্রোল খরচ হয় তা জানেন?
এ কথা সত্যি যে এয়ার কন্ডিশনিং সিস্টেম চালু থাকলে গাড়ির ইঞ্জিনের উপর চাপ পড়ে। আর গাড়ির ইঞ্জিন যত বেশি শক্তি উৎপাদন করবে তত বেশি তেল খরচ হবে।
১ ঘণ্টা গাড়ি এসি চালালে কত খরচ?
একাধিক রিপোর্ট ও সমীক্ষা অনুযায়ী, গাড়ির এসি চালু থাকলে ৮ থেকে ১০ শতাংশ পেট্রল বা ডিজেল খরচ বেড়ে যায়। প্রতি ১০০ কিলোমিটারে ০.২ থেকে ১ লিটার পেট্রোল শুষে নেয় এয়ার কন্ডিশনিং সিস্টেম।
এক্ষেত্রে আরও একটি বিষয় খেয়ার রাখতে হবে। এসি চললেই যে তেল খরচ বেশি বা কম হবে এমনটা নয়। বাতাসে আদ্রতা বেশি হলে বা গরম বেশি হলে এসির উপর চাপ বৃদ্ধি পায়। এমতাবস্থায় কেবিন ঠান্ডা রাখতে অত্যধিক জ্বালানির প্রয়োজন পড়ে এয়ার কন্ডিশনিং সিস্টেমের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।