বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বড় সুখবর এলো টু হুইলার প্রেমীদের জন্য। দিন দিন বৈদ্যুতিক বাইকের প্রতি মানুষের আগ্রহ বেড়েই চলেছে এটা আজ অস্বীকার করার কোন উপায় নেই। আমাদের ভবিষ্যৎ যে বৈদ্যুতিক গাড়ি তা বেশ ভালোভাবেই আঁচ করা যাচ্ছে। নির্মাতা প্রতিষ্ঠানগুলোও ঝুঁকছেন বৈদ্যুতিক গাড়ি, বাইকের দিকে। এবার বাজারে আসছে নতুন এক ই-বাইক। যেটি একবার চার্জেই চলবে ১৫০ কিলোমিটার।
প্রতিবেশি দেশ ভারতে সম্প্রতি GT- Force তাদের তিনটি ইলেকট্রিক টু হুইলারের মডেল প্রকাশ হয়েছে। ভারতীয় স্টার্টআপ গ্রেটার নয়ডায় ইন্ডিয়া এক্সপো সেন্টার- এ ২০২১ Ev India Expo প্রদর্শনীতে তারা মোট তিনটি টু হুইলারের স্যাম্পেল জনগণের সামনে প্রকাশ করেছে। তবে সবকটি মডেল একই যানের নয়। তিনটি মডেলের মধ্যে একটি হল মোটরবাইক, অন্য দুটি হল ভিন্ন ভিন্ন গতি সম্পন্ন স্কুটার যাদের নাম হল যথাক্রমে Gt Drive ও Gt Drive Pro। তবে মোটরবাইকটির নাম এখনও প্রকাশ্যে আনেনি সংস্থা। বলাই বাহুল্য যে তিনটি যানই হল বৈদ্যুতিক।
এর মধ্যে Gt Drive হলো স্বল্প গতিসম্পন্ন বৈদ্যুতিক স্কুটার। এক চার্জে ১৫০ কিমি রাস্তা অতিক্রম করতে সক্ষম এই স্কুটারের সর্বাধিক গতি ঘন্টায় ৬০ কিমি। তিনটি ড্রাইভ মোড যুক্ত এই স্কুটাররর ব্যাটারি লিথিয়াম আয়ন যুক্ত। আরোহী চাইলে একনোমি, স্ট্যান্ডার এবং টার্ব তিনটি মোডেই স্কুটারটি চালাতে পারবেন। অপরদিকে GT Drive Pro হলো একটি স্বল্প গতির বৈদ্যুতিক স্কুটার। এক চার্জে ৭৫ কিমি অতিক্রম করার ক্ষমতাসম্পন্ন এই স্কুটারের সর্বোচ্চ গতি ঘন্টায় ২৫ কিমি। লিথিয়ামের সাথে লেড অ্যাসিডের ব্যাটারির বিকল্পও পাবেন আপনি এতে।
২০২২ সালের জুন মাসের পরে লঞ্চ করা হবে বাইকগুলি। নিজেদের এই নতুন আইটেম গুলি সম্পর্কে সংস্থার সিইও এবং প্রতিষ্ঠাতা রাজেশ শৈত্য বলেছেন যে তারা তাদের এই যানবাহন গুলি এমনভাবে বাজারে আনতে চান যাতে দেশের মানুষ খুব সহজেই এবং আরামে নিজের গন্তব্যে পৌঁছতে পারবেন এগুলির ব্যবহারে। তারা আত্মবিশ্বাসী যে মানুষ তাদের তৈরি এই আইটেমগুলি পছন্দ করবেন।
ইতিমধ্যেই ৮০ টি শহরে তাদের প্রোডাক্ট লঞ্চের ব্লু প্রিন্ট করে ফেলেছে এই সংস্থা। ২০২২ সালে দেড়শ টি ডিস্ট্রিবিউট খোলার লক্ষ্যমাত্রা তৈরি করেছে এই সংস্থা। এই প্রসঙ্গে কোম্পানির সহপ্রতিষ্ঠাতা মুকেশ তানেজা ভারতের বাজারে ই-বাইকটি লঞ্চ হওয়া প্রসঙ্গে বলেছেন, “আমরা গোটা দেশের মানুষের কাছে আমাদের পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছি। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি গোটা বিষয়টি নিশ্চিত করে ফেলা যাবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।