বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: Noise-এর নতুন একটি স্মার্টওয়াচ এলো এবার প্রতিবেশী দেশ ভারতীয় বাজারে। যার নাম দেওয়া হয়েছে নয়েজ কালারফিট ক্যালিবার বাজ (Noise ColorFit Caliber Buzz)। এই ঘড়িটিতে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার এবং সাতদিনের ব্যাটারি লাইফ। তবে চলুন দেখে নেওয়া যাক নতুন Noise ColorFit Caliber Buzz স্মার্টওয়াচের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম।
Noise ColorFit Caliber Buzz স্মার্টওয়াচের দাম ও লভ্যতা:
ভারতীয় বাজারে Noise ColorFit Caliber Buzz স্মার্টওয়াচটির দাম ধরা হয়েছে 1,499 টাকা। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৮৮৮ টাকা। জেট ব্ল্যাক, রোজ পিংক, মিডনাইট ব্লু এবং অলিভ গ্রিন এই চারটি কালার অপশনে লঞ্চ করেছে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এবং Noise-এর নিজস্ব ওয়েবসাইট থেকে কিনতে পারবেন এই নতুন স্মার্টওয়াচটি।
Noise ColorFit Caliber Buzz স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার:
নতুন এই Noise ColorFit Caliber Buzz স্মার্টওয়াচটিতে 1.69 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। যাতে সর্বোচ্চ উজ্জ্বলতা 550 নিট এবং 240×280 পিক্সেল রেজোলিউশন অফার করবে। তাছাড়া ঘড়িটিতে 100টিরও বেশি কাস্টমাইজেবল ওয়াচফেস রয়েছে। এছাড়া, স্মার্টওয়াচটির উল্লেখযোগ্য ফিচার হল ব্লুটুথ কলিং। এর জন্য ঘড়িটিতে ইনবিল্ট মাইক এবং স্পিকার উপস্থিত। সঙ্গে থাকছে ডায়াল প্যাড এবং রিসেন্ট লগস।
এর পাশাপাশি ফিটনেস ফিচার হিসাবে Noise ColorFit Caliber Buzz স্মার্টওয়াচে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, মেনস্ট্রুয়াল সাইকেল ট্রাকার উপলব্ধ। এমনকি ঘড়িটির স্ক্রিনের ডান দিকে থাকছে একটি বাটন, যার মাধ্যমে স্মার্টওয়াচটির সমস্ত ফাংশন নিয়ন্ত্রণ করা সম্ভব।
স্মার্টওয়াচটি ব্যবহারকারীর স্লিপ প্যাটার্ন, স্ট্রেস লেভেল এবং ব্রিদিং এক্সারসাইজ পরীক্ষা করতে পারে। এছাড়াও এতে 100টির ও বেশি স্পোর্টস মোড সাপোর্ট করে।
পাওয়ার ব্যাকআপের জন্য Noise ColorFit Caliber Buzz স্মার্টওয়াচটিতে ব্য়বহার করা হয়েছে 300 mAh ব্যাটারি। সংস্থার দাবী অনুযায়ী, একবার চার্জে 7 দিন পর্যন্ত একইভাবে চলবে।
স্মার্টওয়াচটির অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য নোটিফিকেশন ডিসপ্লে, ডিএনডি মোড, ওয়েদার এন্ড স্টক আপডেট, রিমোট ক্যামেরা, মিউজিক কন্ট্রোল ইত্যাদি।