বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সম্প্রতি বাজারে এসেছে Nokia -র নতুন ফোল্ডিং ফোন। একাধিক দেশে লঞ্চ হয়েছে Nokia 2660 Flip। Nokia ব্র্যান্ডের অধীনে এই ফোন লঞ্চ করেছে HMD Global। তিনটি রঙে এই ফ্লিপ ফোন কেনা যাবে। রয়েছে Unisoc T107 চিপসেট। এই ফোনে 48 MB RAM ও 128 MB স্টোরেজ থাকছে। রয়েছে একটি 2.8 ইঞ্চি QVGA প্রাইমারি ডিসপ্লে। এই ফোনে কোন ইয়ারফোন কানেক্ট না করেই FM রেডিও শোনা যাবে। থাকছে 1,450 mAh ব্যাটারি।
Nokia 2660 Flip: দাম
ইউনাইটেড কিংডমে Nokia 2660 Flip কিনতে খরচ হবে 64.99 মার্কিন ডলার (প্রায় 5,000 টাকা)। কালো, নীল ও লাল রঙে এই ফোন কেনা যাবে। চিনে এই ফোন কিনতে খরচ হবে 429 ইউয়ান (প্রায় 5,000 টাকা)। ফ্রান্সে এই ফোনের দাম 79.99 ইউরো (প্রায় 6,000 টাকা)।
Nokia 2660 Flip: স্পেসিফিকেশন
ডুয়াল সিম Nokia 2660 Flip ফোনে Series 30+ অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 2.8 ইঞ্চি QVGA প্রাইমারি ডিসপ্লে। ফোনের বাইরে রয়েছে 1.77 ইঞ্চি QQVGA ডিসপ্লে। এই ফোনে Unisoc T107 প্রসেসর দিয়েছে Nokia। সঙ্গে থাকছে 128 MB ইন্টারনাল স্টোরেজ ও 48 MB RAM। microSD কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ 32 GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
Nokia 2660 Flip ফোনে থাকছে একটি 0.3 MP ক্যামেরা। সঙ্গে LED ফ্ল্যাশ দিয়েছে সংস্থাটি। ইয়ারফোন কানেক্ট না করেও এই ফোনে FM রেডিও শোনা যাবে। এছাড়াও থাকছে MP3 প্লেয়ার, Bluetooth v4.2, 3.5 mm অডিও জ্যাক ও micro-USB পোর্ট। এই ফোনে Snake, Crossy Road, Tetris, Arrow Master সহ একাধিক ইন বিল্ট গেম থাকছে।
Nokia 2660 Flip-এ থাকছে 1,450 mAh ব্যাটারি। এই ফোনে মিলবে 6.3 ঘণ্টা টকটাইম ব্যাক আপ। 4G নেটওয়ার্কে এই ব্যাক আপ পাওয়া যাবে। সংস্থার তরফে জানানো হয়েছে 20 দিন স্ট্যান্ড বাই ব্যাক আপ পাওয়া যাবে। এই ফোনের ওজন 123 গ্রাম।
তবে এখনও ভারতে লঞ্চ হয়নি Nokia 2660 Flip। এই ফোন ভারতে লঞ্চ প্রসঙ্গে এখনও কোম্পানির তরফ থেকে কিছুই জানানো হয়নি।
ডাম্বফোন কী? যে কারণে অ্যানড্রয়েড ছেড়ে এই ফোনে মজেছেন তরুণ প্রজন্ম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।