Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ধুলোর দাম ৫ লাখ ৪ হাজার ৩৭৫ মার্কিন ডলার! বাংলাদেশি মুদ্রায় চার কোটি ৪০ লাখ টাকারও বেশি!
বুধবার এমনই একটি নিলামে বিক্রি হয়ে গেল কোটি টাকার ‘এক চিমটি’ ধুলো! তবে, এই ধুলো পৃথিবীর কোনো সাধারণ ধুলো নয়। চাঁদের ধুলো!
প্রথম নভোচারী নীল আমস্ট্রংয়ের আমলের। ১৯৬৯ সালে অ্যাপোলো-১১ অভিযানের সদস্য নীল আমস্ট্রং চাঁদের পৃষ্ঠদেশ থেকে এই ধুলোর নমুনা সংগ্রহ করেন।
এতদিন সেই ধুলোর নমুনা রাখা ছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কাছে। তারা ভেবেছিল, নিলামে দাম উঠবে আট লাখ থেকে ১২ লাখ মার্কিন ডলার! চাঁদ থেকে যে মাটি তারা সংগ্রহ করছেন, তা আদতে পাথুরে। ন্যাশনাল জিওগ্রাফিক।
টুইটার নয়, সেই টাকায় শ্রীলঙ্কা কিনে নেওয়ার অনুরোধ ইলন মাস্কের কাছে!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।