আন্তর্জাতিক ডেস্ক: টুইটার ব্যবহার করায় এক তরুণীকে ৩৪ বছরের কারাদণ্ড দিয়েছেন সৌদি আরবের আদালত। তার নাম সালমা আল-শেহাব। তিনি যুক্তরাজ্যের লিডস ইউভার্সিটিতে পড়াশোনা করেন।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে অ্যাকাউন্ট থাকা, ভিন্নমতাবলম্বী ও অধিকার কর্মীদের টুইট অনুসরণ এবং রিটুইট করার অভিযোগে তাকে এই কারাদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, ৩৪ বছর বয়সী সালমা দুই সন্তানের মা। সম্প্রতি তিনি যুক্তরাজ্য থেকে সৌদি আরবে ছুটিতে যান।
প্রাথমিকভাবে ‘জনসাধারণের মাঝে অস্থিরতা সৃষ্টি এবং নাগরিক ও জাতীয় নিরাপত্তাকে অস্থিতিশীল করার’ লক্ষ্যে একটি ইন্টারনেট ওয়েবসাইট ব্যবহার করার ‘অপরাধে’ তার তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল। কিন্তু সোমবার দেশটির আপিল আদালত নতুন সাজা ঘোষণা করে তাকে ৩৪ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তার ওপর ৩৪ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel