জুমবাংলা ডেস্ক: এক দিনেই ১৪টি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার সময় দেওয়ায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা।
আগামী ২১ অক্টোবর (শুক্রবার) সরকারি-বেসরকারি, ইনস্টিটিউট ও অধিদপ্তরসহ ১৪টি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা হচ্ছে।
এক দিনে একজন চাকরিপ্রার্থীরার একাধিক পরীক্ষা থাকায় বিপাকে পড়েছেন তারা। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চাকরির গ্রুপগুলোতে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকই।
যে ১৪টি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা হতে যাচ্ছে, সমাজসেবার অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, প্রিমিয়ার ব্যাংক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।
এসব প্রতিষ্ঠানে বিভিন্ন পদে আবেদনকারীর সংখ্যা প্রায় ১০ লাখ বলে জানা গেছে।
চাকরিপ্রার্থীর অনেকেই বলছেন, ২১ অক্টোবর কোনো কোনো প্রার্থীর ৩ থেকে ৪টি পরীক্ষা পড়েছে। তারমধ্যে কয়েকটি পরীক্ষা পড়েছে একই সময়ে। তাই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছেন তারা।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.