ডলফিন সাধারণত বিষাক্ত সাপ খায় না। গবেষণায় কোন ডকুমেন্ট নেই যে ডলফিনের আচরণ এরকম হতে পারে। তবে আমেরিকার ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কর্তৃক প্রশিক্ষিত একটি ডলফিন একদিনে ৮টি বিষাক্ত সাপ খেয়ে হজম করেছে।
ডলফিন নিয়ে এর আগে বিজ্ঞানীরা যত গবেষণা করেছে সেখানে এ ধরনের কোন ঘটনা লক্ষ্য করা যায়নি। প্রথমবারের মতো আমেরিকার বিজ্ঞানীরা দেখল যে ডলফিন এতগুলো বিষাক্ত সাপ একদিনে খেয়েছে।
এই নির্দিষ্ট ডলফিনকে আমেরিকার নৌবাহিনীর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যাতে সমুদ্রে মাইন সনাক্ত করতে পারে। ক্যালিফোর্নিয়ার মেরিন রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা ডলফিনের সাথে ক্যামেরা সেট করে পরীক্ষা করছিল।
ভিডিওতে দেখা যায় ডলফিন তাদের প্রজেক্টের বাইরে গিয়ে কাজ করছে। এদের আচরণে ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছিল। ডলফিনটি Sonar সিস্টেম এর মাধ্যমে মাইন সনাক্ত করার বদলে মাছ শিকার করছিল।
এই ডলফিন এর বিষাক্ত সাপ খাওয়া সহ পুরো ঘটনাটি আমেরিকার জার্নাল এ বিস্তারিত লেখা হয়। বিষাক্ত সাপ খাওয়ার বিষয়টি অবশ্যই বিপদজনক। ডলফিনের আচরণের ক্ষেত্রে এরকম ডকুমেন্ট অতীতে খুঁজে পাওয়া যায় না।
সমুদ্রের সাঁতার কাটার সময় ডলফিনের পাশ দিয়ে সাপ থাকলেও সাধারণত আক্রমণ করে না। ওই রিপোর্টে দাবী করা হয় এরকম ঘটনা এবারই প্রথম ঘটেছে।
সোর্স: businessinsider
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।