জুমবাংলা ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট ২৪ হাজার ৫৪৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া একই সময়ে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৫৩৫ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১২ হাজার ৯৫০ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃত ১৯৮ জনের মধ্যে পুরুষ ১১৬ জন আর নারী ৮২ জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় সর্বোচ্চ ৭২ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে ৫২ জন, খুলনায় ২৬ জন, সিলেটে ১৮ জন, বরিশালে ৭ জন, ময়মনসিংহে ৮ জন, রাজশাহীতে ৯ জন ও রংপুরে ৬ জন মারা গেছেন।
এর আগে সোমবার (১৬ আগস্ট) করোনায় আক্রান্ত হয়ে ১৭৪ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৬ হাজার ৯৫৯ জনের দেহে।
উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।