জাতীয়>>
২০২০-২২ মেয়াদে বাংলাদেশকে প্রায় ৫০০ কোটি ডলার দেবে এডিবি : বাংলাদেশে দ্রুত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নতির প্রসারে নিজেদের অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে ২০২০-২২ মেয়াদে প্রায় ৫০০ কোটি ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। খবর-ইউএনবি।
২ সপ্তাহে কমিটি, ১০ মাসের মধ্যে জ্বালানী সংকটের সমাধান : প্রতিমন্ত্রী : শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানির সমস্যা নিরসনে দুই সপ্তাহের মধ্যে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শেখ হাসিনার ভারত সফরের মূল ইস্যু হতে পারে এনআরসি, দাবি ভারতীয় গণমাধ্যমের : আগামী ৩ থেকে ৬ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন।
ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে মসজিদ ভূমিকা রাখবে : স্পিকার : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শনিবার বলেছেন, মূল্যবোধ সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে মডেল মসজিদ ভূমিকা রাখবে। খবর ইউএনবি’র।
জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহকে ‘শান্তির সংস্কৃতি’ ধারণাটি কাজে লাগানোর আহ্বান : এজেন্ডা ২০৩০ অর্জনের জন্য জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ‘শান্তির সংস্কৃতি’ ধারণাটি কাজে লাগানোর আহ্বান জানালেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
২৪টি পার্কের উন্নয়ন কাজ চলছে : আতিকুল : সেপ্টেম্বর মাসেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন সব এলাকার ফুটপাত দখলমুক্ত হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, আগামী ২০ তারিখ থেকে ফুটপাত দখলমুক্তের কার্যক্রম শুরু হবে।
শোভন-রাব্বানী টাকার জন্য চাপ দেন: জাবি উপাচার্য : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেছেন, ঠিকাদারদের কাছ থেকে প্রকল্পের ৪-৬ শতাংশ অর্থ এনে দিতে তাকে চাপ দিয়েছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।
জাবি উপাচার্যের কাছে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার শোভন-রাব্বানীর : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
ওসি-এসআইকে কোপানোর ঘটনায় সন্ত্রাসী মুসার মা ও ৩ বোন শ্রীঘরে : নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) ও এসআইকে কুপিয়ে জখমের ঘটনায় তালিকাভুক্ত সন্ত্রাসী এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহ সোহান আহমেদ মুসার মা এবং ৩ বোনকে আটক করেছে পুলিশ।
আন্তর্জাতিক>>
সৌদিতে হামলা আরও জোরদার হবে, ঘোষণা ইয়েমেনের : সৌদি আরবের অভ্যন্তরে হামলা আরও জোরদার হবে বলে জানিয়েছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।
দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন মালয়েশিয়া, শতাধিক ফ্লাইট বাতিল : বর্নিও ও সুমাত্রা দ্বীপের বনাঞ্চলে অব্যাহত দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাসহ কয়েকটি শহর।
ইরানের পরমাণু ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর উদ্বেগ : ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে না বলে অভিযোগ তুলে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপের তিন দেশ ও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।
ইরানের দু’টি সাংস্কৃতিক ভবন বিক্রি করলো কানাডা, তেহরানের প্রতিবাদ : কানাডায় ইরানের দু’টি সাংস্কৃতিক ভবন বিক্রি করে এর অর্থ জব্দ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তেহরান।
হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছে বিজেপি সভাপতি : বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় সরকারের মন্ত্রী অমিত শাহ হিন্দিকে ভারতের রাষ্ট্রীয় ভাষা করার দাবি জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।