গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে তারকাদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের ঘটনা নতুন নয়। বলিউড অভিনেতা শরদ কাপুরের বিরুদ্ধে এক মহিলাকে বাড়িতে ডেকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় এফআইআর দায়ের হয়েছে।
৩২ বছর বয়সী সে নারী জানিয়েছেন, শরদের সঙ্গে তার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এরপর ভিডিও কলের মাধ্যমেও তাদের কথা হয়। শরদ নাকি মহিলাকে বলেছিলেন যে তিনি নতুন সিনে প্রজেক্ট সম্পর্কিত বিষয়ের জন্য তার সঙ্গে দেখা করতে চান।
এরপরই অফিসে দেখা করার নাম করে মহিলাকে বাড়ির লোকেশন পাঠিয়ে দিয়ে শরদ তাকে বলেন, তার খার এলাকার অফিসে আসতে। ওই লোকেশন অনুযায়ী গিয়ে সেখানে পৌঁছেই ওই মহিলা দেখতে পান যে এটি অভিনেতার অফিস নয়, বরং বাড়ি। বেল বাজাতেই এক ব্যক্তি এসে দরজা খুলে দেন। পৌঁছানো মাত্রই শরদ কাপুর নাকি তার বেডরুম থেকে আওয়াজ দিয়ে মহিলাকে ডাকেন।
মহিলা পুলিশকে জানিয়েছেন, বেডরুমের দরজার সামনে যেতেই তিনি দেখতে পান শরদের শরীরে কোন পোশাক নেয়। সঙ্গে সঙ্গে তিনি অভিনেতাকে জামাকাপড় পরার অনুরোধ করেন। কিন্তু পরিবর্তে নাকি শরদ তাকে কুপ্রস্তাব দেয়। সেই কুপ্রস্তাব ওই মহিলা প্রত্যাখ্যান করা মাত্রই অভিনেতা তাকে জোর করে স্পর্শও করেন।
পুরো ঘটনা সে মহিলা তার এক বন্ধুকে জানিয়েছিলেন। এরপর তারা থানায় অভিযোগ দায়ের করেন। ভারতীয় নব্য সংহিতার ৭৪, ৭৫ এবং ৭৯ ধারায় অভিযোগ দায়ের হয়েছে শরদ কাপুরের বিরুদ্ধে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তারা খতিয়ে দেখছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। জেরার জন্য ইতোমধ্যেই শরদ কাপুরের কাছে নোটিশ পাঠিয়েছে মুম্বাই পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।