Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের স্ত্রী রি সোল জুর দেখা মিলেছে এক বছরেরও বেশি সময় পর। তার জনসম্মুখে আসার একটি ছবি আজ বুধবার প্রকাশ করেছে দেশটির সরকারি গণমাধ্যম।
রয়টার্সের খবরে বলা হয়, উত্তর কোরিয়ার প্রয়াত নেতা ও কিমের বাবা কিম জং ইলের জন্মবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে ব্যাপক উৎসব হচ্ছে দেশজুড়ে। এদিন একটি কনসার্টে স্বামীর সাথে জনসম্মুখে হাজির হন রি সোল।
দেশটির রোডং সিনমানে প্রকাশ করা ছবিতে দেখা যায়, হাসিখুশি মুখে কনসার্ট উপভোগ করছেন কিম ও রি।
জানা যায়, উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে সাধারণত কিমের সঙ্গে থাকেন রি সোল। তবে গেল বছরের জানুয়ারিতে লুনার নিউ ইয়ার উৎসবের পর আর তাকে জনসম্মুখে দেখা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।