জুমবাংলা ডেস্ক : ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ভূমি ব্যবস্থাপনায় ১ ব্যক্তি, ১ খতিয়ান, ১ ম্যাপ প্রক্রিয়া চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। এ ছাড়া উত্তরাধিকার জমির ক্ষেত্রে রেজিস্ট্রিকৃত বণ্টননামা বাধ্যতামূলক করার বিষয়টি যাচাই করা হচ্ছে। ভূমিবিষয়ক মামলা-মোকদ্দমা ও বিবাদ কমানোর লক্ষ্যে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।
ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে চট্টগ্রাম নগরের জিমনেশিয়াম হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসন এ আয়োজন করে।
সভায় ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আরও বলেন, জমির ব্যবস্থাপনা সুষ্ঠু না হলে উন্নয়ন কার্যক্রম টেকসই হবে না। ভূমি মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে। প্রতিটি উন্নয়ন কাজে ভূমির সম্পর্ক আছে। স্মার্ট বাংলাদেশ পরিকল্পনায় স্মার্ট ভূমিসেবা গুরুত্বপূর্ণ অংশ।
আগামী সেপ্টেম্বরে ভূমি উন্নয়ন কর ব্যবস্থা আধুনিকায়ন করা হবে বলেও জানান মন্ত্রী।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমদাদুল হক চৌধুরী, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল মালেক প্রমুখ।
অনুষ্ঠানে মন্ত্রী ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এরপর ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিপূরণ চেক এবং আবেদনকারীদের কাছে খতিয়ান নকলের কপি হস্তান্তর করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।