জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলের জালে ১৬ কেজি ওজনের একটি ব্রিগেড মাছ ধরা পড়েছে। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান।
পরে মাছটি স্থানীয় বাবু সরদারের আড়তে ৭৫০ টাকা কেজি দরে ১২ হাজার টাকা বিক্রি করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার দৌলতদিয়া ৩নং ওয়ার্ডের জেলে আলাল হালদার পদ্মা নদীতে মাছ ধরতে যায়। এ সময় তার জালে ১৬ কেজি ওজনের একটি ব্রিগেড মাছ ধরা পড়ে। এমন খবর পেয়ে স্থানীয়রা সেখানে ভিড় জমান। পরে মাছটি এক ব্যবসায়ী কিনে নেয়।
মাছটি কিনে নেওয়া ব্যবসায়ী গণমাধ্যমকে জানান, এত বড় কার্পজাতীয় মাছ সাধারণত পদ্মা নদীতে খুব একটা দেখা যায় না। তাই একটু বেশি লাভের আশায় ১২ হাজার টাকা দিয়ে কিনেছি।
মাছটি বিক্রির জন্য মোবাইল ফোনে বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করছি। আশা করি, আজকের মধ্যেই ভালো দামে মাছটি বিক্রি করতে পারব বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।